শুক্রবার ● ৩ মে ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রার্থীদের নিয়ে অবহিতকরণ সভা
ঈশ্বরগঞ্জে প্রার্থীদের নিয়ে অবহিতকরণ সভা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র দাখিলকারী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধি ও নির্বাচন কমিশনের নির্দেশনাসমূহ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপেও সকল প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৬ মে থেকে ৮মের মধ্যে রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১২ মে। ১৩ মে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ ও ২৯ মে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
উক্ত অবহিতকরণ অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার (অতিঃ দাঃ) মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।





পরকীয়া প্রতিরোধে কঠোর আইন চায় ভুক্তভোগী স্বামী
ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত
অবশেষে হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন
মনোনয়ন বঞ্চিত শাহীনের বিএনপি থেকে পদত্যাগ
ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত