সোমবার ● ৩ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে ৩ দিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু
সন্দ্বীপে ৩ দিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপে ৩১ মে শুক্রবার থেকে ২ জুন রবিবার পর্যন্ত পৃথক ভাবে চারটি ইউনিয়নে পানিতে ডুবে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এতে কালাপানিয়া ২ জন, উরির চরে ২ জন,হারামিয়া ১ জন,মাঈটভাঙ্গা ১ জন, ২ জুন উড়িরচর বাংলা বাজারের ব্যবসায়ী মোঃ সিরাজ সওদাগরের ছেলে এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স উড়িরচর শাখার কর্মি কামরুল হাসান এর ভাতিজা আদনান পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করে। এর আগে ১ জুন শনিবার দুপুর ২ টায় ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসে হারামিয়া দৌলত খার বাড়ির নূরছাপা সওঃ মেয়ের ঘরের ছেলে। ছেলে ৪ বছর বয়সী একটি শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করে। একই দিন কালাপানিয়া ইউনিয়নে পানিতে পড়ে বিকেল ৪ টার সময় ৭ নং ওয়ার্ডের আবদুর রাজ্জাক সওদাগর ইকবালের মেয়ে ২ বছর বয়সী শিশু পানিতে পরে মৃত্যু বরণ করে। এর আগে মাইটভাংগা ইউনিয়নে ও পানিতে ডুবে একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সন্দ্বীপে পানিতে ডুবে শিশু মৃত্যু কেন বাড়ছে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন সভাপতি এবং ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (দাদুর) নির্বাহী ড. মোঃ ইদ্রিস আলম বলেন শিশু মৃত্যু প্রথম ও প্রধান অভিভাবকদের সচেতনতা অভাব। তাছাড়া পানিতে ডুবে শিশু মৃত্যু জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের সঠিক তত্ত্বাবধান, পুকুর-জলাশয়ে বেষ্টনী দেয়া ও ৪-৫ বছর বয়সে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দিতে হবে, উপযুক্ত ইউনিয়নে শিশু মৃত্যু নিবারণের যেমন (১) বয়স্কদের সচেতনতা সৃষ্টি (২) গ্রামে শিশু পরিচর্যা কেন্দ্রের স্থাপন (৩) পুকুর-জলায়ে নিরাপদ বেষ্টনীর প্রদান (৪) সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এসব নিবারণ কর্মসূচি বাস্তবায়নের ফলে পানিতে ডুবে শিশু মৃত্যু যথেষ্ট কমবে বলে আশা করা যায়।





মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত