সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » ঢাকা » প্রধানমন্ত্রীর অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহার করে নেবার আহবান
প্রধানমন্ত্রীর অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহার করে নেবার আহবান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যকে ‘অনভিপ্রেত ও প্রধানমন্ত্রীর দায়িত্বের সাথে সংগতিপূর্ণ নয়’ বলে মন্তব্য করেছেন।কোটা সংস্কারের ন্যায্য গণতান্ত্রিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি হিসাবে আখ্যায়িত করে তিনি শিক্ষার্থী ও তাদের পরিবারসমূহকেও অসম্মান করেছেন। সরকারের প্রধান নির্বাহী হিসাবে শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে উল্টো তাদেরকে উত্তেজিত করে তুলেছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পর্কে ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য তাঁর শপথভংগেরও সামিল। কারণ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের সহকর্মীরা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে দায়িত্ব পালনের শপথ নিয়েছিলেন।
তিনি প্রধানমন্ত্রী প্রদত্ত গতকালের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে তা প্রত্যাহার করে নেবার আহবান জানিয়েছেন।
একইসাথে তিনি কোটা সংস্কারের ন্যায্য দাবি নীতিগতভাবে মেনে নিয়ে তা বাস্তবায়নে বিশ্বাসযোগ্য উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান। এব্যাপার হাইকোর্ট প্রদত্ত রায়েও বলা হয়েছে যে,নির্বাহী বিভাগ চাইলে কোটা ব্যবস্থায় তারা পরিবর্তন - পরিবর্ধন করতে পারবে।
বিবৃতিতে তিনি নিপীড়ন - নির্যাতনের পথে শিক্ষার্থীদের এই জনপ্রিয় আন্দোলন দমনের যে কোন তৎপরতা থেকে সরে আসতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।





দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক