বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রীর সভামঞ্চে হামলা ভাঙচূর, আহত-১০
গাজীপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রীর সভামঞ্চে হামলা ভাঙচূর, আহত-১০

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর :: গাজীপুর মহানগররে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলজে মাঠে মুক্তিযুদ্ধ মন্ত্রীর সভামঞ্চে হামলা ও ভাঙচূর হয়ছে ৷ এসময় আহত হয়ছেনে ১০ জন ৷
৭ অক্টোবর বুধবার বলো ১২টায় ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ওই ঘটনা ঘটে ৷
প্রত্যক্ষদশীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বিকেল ৩টায় ভাওয়াল কলজে মাঠে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে প্রধান অতিথি করে কলেজ কর্তৃপক্ষ একটি সভার আয়োজন করেন ৷ ওই সভায় স্থানীয় একাধিক নেতৃবৃন্দকে অতিথি করা হয়নি ৷ এই নিয়ে আগে থেকেই উত্তজেনা ছিল ৷
সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয় ৷ মিছিলকারীরা শ্লোগান দিয়ে মাঠে প্রবেশ করে সভামঞ্চে হামলা ও ভাঙচূর চালায় ৷ এ সময় হামলাকারীদের আক্রমনে মঞ্চের চারপাশে থাকা কমপক্ষে ১০ জন আহত হয় ৷ এদের মধ্যে জনি মিয়া (২০) কে গুরুতর অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে ভতি করা হয় ৷ তাকে পুলিশি পাহাড়ায় চিকিত্সা দেয়া হচ্ছে ৷ বাকীদের বিভিন্ন ক্লিনিকে ভতি করা হয়ছে ৷ এই ঘটনার পর ঘটনাস্থল এলাকায় উত্তজেনা বিরাজ করছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.১ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর