শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যার মামলায় ছাত্রলীগ নেতা ফিরোজ গ্রেফতার
মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যার মামলায় ছাত্রলীগ নেতা ফিরোজ গ্রেফতার
মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি নেতা কবির আহম্মদ হত্যা মামলায় জাহেদ হাসান ফিরোজ প্রকাশ (মো. ফিরোজ) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার ৩০ অক্টোবর র্যাব-৭ এর দুটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার জাহেদ হাসান উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার নুরুল ইসলামের ছেলে ও বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি কবির আহম্মদ হত্যা মামলার এজাহারনামীয় ৭ নম্বর আসামি। নিহত কবির আহম্মদ হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।
র্যাব জানায়, গত ১০ অক্টোবর সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে কামাল উদ্দিন এবং তার সহযোগীরা কবির আহম্মদকে দেশীয় ধারালো অস্ত্র চাকু, কিরিচ, রামদা দিয়ে কুপিয়ে আহত করেন। এসময় বাবাকে বাচাঁতে এগিয়ে এলে কবির আহম্মদের ছেলের ওপরও হামলা করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে দিদারুল আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত