মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় ১২ বিজিবি এর টহলদলের অভিযানে ১০৭৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার
ছোটহরিণায় ১২ বিজিবি এর টহলদলের অভিযানে ১০৭৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার
বরকল (রাঙামাটি) প্রতিনিধি :: আজ ১২ নভেম্বর ২০২৪ ভোর আনুমানিক ৪ টা ৪৫ মিনিটে কাঠ চোরাকারবারীরা ঘন কুয়াশা ও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কর্ণফুলি নদীতে বাঁশের চালি আকারে অবৈধ সেগুন কাঠ ভাসিয়ে নিয়ে যাওয়ার সময় থেগামুখ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. জিলাস উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় টহলদল কর্তৃক ঘটনাস্থল হতে নদীতে ভাসমান অবস্থায় ১০৭৪ ঘনফুট সেগুন গোল কাঠ আটক করা হয়।
যার আনুমানিক মূল্য ২১ লক্ষ ৮৮ হাজার ৫৩৭ টাকা। উদ্ধারকৃত অবৈধ কাঠ বন বিভাগে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি বলেন, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ কাঠ পাচার প্রতিরোধে আমাদের চোরাচালান বিরোধী কার্যক্রম চলমান থাকবে।





অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর