মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্বর্ধনা
রাঙামাটিতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্বর্ধনা

ষ্টাফ রিপোর্টার :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) মঙ্গলবার ২৬ এপ্রিল বিকেলে রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়৷
রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের সারাজীবনের শ্রম এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যয় করেছে শুধুমাত্র শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার আশায়৷ তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ অনেক শিক্ষার্থী বড় বড় প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কাজ করছে৷ বিদায়ের পরও তাদের সম্মান তারা যেখানেই যাবে পাবে৷ কারণ তারা সমাজের দেশের সম্মানী ব্যাক্তি৷ তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে পরিষদ হতে ১শত জোড়া স্কুল ব্যঞ্চ প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন৷
বিশেষ অতিথির বক্ত্যবে মেয়র বলেন, আমি আজ গর্বকরে বলতে পারি আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ৷ আজ যারা অবসরে যাচ্ছেন তাদের কাছ থেকে সু- শিক্ষা পেয়েছি বলেই আমি আজ এই পর্যায়ে আসতে পেরেছি ৷ তিনি বলেন, বাবা-মার পর আমাদের ২য় অভিভাবক হচ্ছেন তারাই৷ তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, স্কুল পর্যায়ে যাতে কোন রকমের রাজনীতি প্রবেশ না করে ৷ এ বিষয়ে সব সময় সর্তর্ক থাকারও পরামর্শ দেন তিনি ৷ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই বিদ্যালয়ের যে সুনাম অক্ষুন্ন রাখতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান৷ তিনি পৌরসভা কর্তৃক বিদ্যালয়ে শহীদ নির্মানের প্রতিশ্রুতী দেন৷
পরে অতিথিরা রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক স্বপন কান্তি বিশ্বাস, প্রদ্যোত্ কুমার সাহা, দেবাশীষ বড়ুয়া, পূরবী তালুকদার ও অফিস সহকারী তপন কান্তি ধর এবং সমীরণ বড়ুয়া বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়