শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা » সরকারের ছায়াতলে বসে দল গঠন করলে শুরুতেই হতাশায় পর্যবসিত হবে : সাইফুল হক
সরকারের ছায়াতলে বসে দল গঠন করলে শুরুতেই হতাশায় পর্যবসিত হবে : সাইফুল হক
ছাত্রদের উদ্দেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে প্রজন্ম গড়ে উঠেছে, তারা যদি নতুন দল করতে চায়- আমরা স্বাগত জানাই। তারা নতুন এজেন্ডা, নতুন স্বপ্ন, নতুন ভিশন, কর্মসূচি নিয়ে দল তৈরি করে, ভালো কথা। কিন্তু সরকারের ছায়াতলে বসে যদি নতুন দল করার চেষ্টা করেন তাহলে আপনাদের উদ্যোগ শুরুতেই হতাশায় পর্যবসিত হতে পারে। আপনাদের সম্ভাবনাও কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে।
শনিবার ১৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, এই সরকার চরিত্রের দিক থেকে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ কোনও দল, মতাদর্শ, গোষ্ঠীকে মদদ জোগানোর কাজ না। এই সরকার সব রাজনৈতিক দল, ছাত্র-তরুণ, জনগণের অংশকে তার আস্থার মধ্যে গ্রহণ করবেন। সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি বড় প্রশ্ন উঠে, তাহলে আগামী জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকিতে থাকে।
বাজার এখনও নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে তিনি বলেন, বাজার কারা নিয়ন্ত্রণ করে? আগে আমরা শুনতাম আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত তারা নাকি বাজার নিয়ন্ত্রণ করে। এখনতো কোনও সিন্ডিকেট থাকার কথা না। এই সরকারের সঙ্গে কোনও অশুভ সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না। তাহলে বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না। ছয় মাস হয়ে গেছে, এখন আমরা কোনও অজুহাত শুনতে চাই না। তাই সরকারকে বলবো রোজার আগে অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করবেন।
মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না মন্তব্য করে তিনি বলেন, মানুষ যদি না খেয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষ যদি বেকার থাকে, দারিদ্রতার মধ্যে যদি মানুষ নেমে আসতে থাকে, তাহলে সংস্কারের কোনও এজেন্ডা, সংস্কারের কোনও ট্যাবলেট মানুষ কিন্তু হজম করতে পারবে না।
এ সময় সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।





গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন এখনও জনআস্থা অর্জন করতে পারেনি