রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে গাউছিয়া কমিটির স্বাগত র্যালি
মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে গাউছিয়া কমিটির স্বাগত র্যালি
রাজু :: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বনরূপা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ মার্চ-২০২৫, বনরূপা জামে মসজিদ থেকে শুরু হয়ে র্যালিটি বনরূপা বাজার প্রদক্ষিণ করে পেট্রোল পাম্পের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সুলতান মাহমুদ আল কাদেরী, ইমাম, বনরূপা জামে মসজিদ। তিনি বলেন, “প্রতি বছর রমজান মাস এলে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, যা সাধারণ জনগণের জন্য কষ্টদায়ক। ইসলাম ব্যবসায়ে সততা ও ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেয়, এবং মুনাফাখোর ব্যবসায়ীদের জন্য কঠোর শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। তাই সকল ব্যবসায়ীদের উচিত ন্যায়সঙ্গত উপায়ে ব্যবসা পরিচালনা করা।”
তিনি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন তারা বাজার নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেন এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিয়মিত মনিটরিং নিশ্চিত করেন।
এ সময় গাউছিয়া কমিটি বনরূপা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম জাবেদ, জেলা গাউছিয়া কমিটির সদস্য তারেক আজিজ, এবং অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যের মাধ্যমে র্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন