শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন ●   আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস ●   রাঙামাটি জেলা পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগে ০৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   রাবিপ্রবি’র ভিসি দুই উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ ●   রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন ●   ক্রমবর্ধমান নৈরাজ্য সামাজিক হতাশারও বহিঃপ্রকাশ ●   বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ●   কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্টিত ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র অভিযানে সেগুন কাঠ উদ্ধার ●   কাপ্তাইয়ে ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম ●   নূরাল পাগলাকে নিয়ে প্রতিবাদী গান ●   র‌্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২ ●   রাঙামাটিতে নেক্সেন ডায়মন্ড টিমের নতুন যাত্রা ●   ফেনী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ●   চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি ●   কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন ●   জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার-৩ ●   রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের স্মারকলিপি পেশ। ●   রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার ●   ট্রাক-বাস টার্মিনালে অবৈধ দখল, সড়কে বাড়ছে দুর্ঘটনা ●   শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান ●   পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ ●   রাঙামাটিতে কলেজ গেইট এলাকায় সড়কের ধারে ময়লার ভাগাড় ●   ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে ●   রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা ●   আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু
রাঙামাটি, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ওসি পদোন্নতি পেয়ে বেপরোয়া
প্রথম পাতা » ময়মনসিংহ » ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ওসি পদোন্নতি পেয়ে বেপরোয়া
বুধবার ● ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ওসি পদোন্নতি পেয়ে বেপরোয়া

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার তৎকালীন তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঈশ্বরগঞ্জ থানার বর্তমান ওসি ওবায়দুর রহমান। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তদন্ত ওসি থেকে পদোন্নতি পেয়ে তিনি হয়ে যান ওসি। গত বছরের ৩ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছে রমরমা গ্রেপ্তার ও মামলা বাণিজ্য।
অনুসন্ধানে জানা গেছে, ফুলবাড়িয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামানের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) ওবায়দুর রহমানের নেতৃত্বে আন্দোলনরত ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এতে অনেকেই গুরুত্বর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন। তাদের একজন আরিশ আহমেদ (১৫)। আরিশ আহমেদের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে। সে ওই গ্রামের কৃষক আশরাফুল ইসলামের ছেলে। আরিশের ডান চোখ গুলিবিদ্ধ হয়। এখন সে আর ওই চোখে দেখতে পায় না।
আরিশ জানায়, তার চোখ, মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ১৩টি ছররা গুলি লাগে। আরিশ বলেন, ‘ফুলবাড়িয়া থানা পুলিশের ছুড়া গুলিতেই আমার এই অবস্থা হয়েছে। তার জন্য থানার তৎকালীন প্রতিটি পুলিশ সদস্যই দায়ী।
আরিশের বাবা আশরাফুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে আমার ছেলে একটা চোখে দেখতে পায় না। ফুলবাড়িয়া থানার তৎকালীন ওসি রাশেদুজ্জামান এবং ওসি তদন্ত ওবায়দুর রহমান সহ সকল পুলিশ সদস্য ঘটনার সাথে জড়িত ছিল।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ওয়ালিদ আহমেদ অলি বলেন, ‘আন্দোলন চলাকালীন সময়ে ফুলবাড়িয়া থানার তৎকালীন ওসি (তদন্ত) ওবায়দুর রহমান মোটেও ছাত্র-জনতার জন্য হেল্পফুল ছিল না। আওয়ামী দোসরদের সাথে নিয়ে ওবায়দুর রহমানের নেতৃত্বে ফুলবাড়িয়া থানা-পুলিশ গুলি চালিয়েছে। ৫ আগষ্টের পর তিনি কীভাবে পদোন্নতি পেয়ে ওসি হয়েছে বিষয়টি আমার বোধগম্য নয়। এনিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
তবে ওসি ওবায়দুর রহমান জানান, ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে একটি মামলা চলমান, সেখানে তার নাম নেই। মামলাটির তদন্ত চলছে।
এখানেই শেষ নয়, ঈশ্বরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে শুরু করে। চুরি-ছিনতাই, মাদক, জুয়া, কিশোর গ্যাং, অজ্ঞান পার্টি, ইভটিজিং এবং ধর্ষনের মতো অপরাধ বেড়ে যায়। কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না এসব অপরাধ। এতে উপজেলার বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। আর এসব কিছুর জন্য উপজেলাবাসী দায়ী করছেন থানার ওসি ওবায়দুর রহমানকে।
অনুসন্ধানে জানা গেছে, ওবায়দুর রহমান ঈশ্বরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে আওয়ামীলীগ নেতাদের গ্রেপ্তার এড়াতে মোটা অংকের অর্থ বাণিজ্য করে চলছেন। মাদক, জুয়া, ধর্ষণ এবং হত্যা মামলার আসামিদের ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেন অথবা ৩৪ বা ৫১ ধারায় কোর্টে প্রেরণ করে মোটা অংকের অর্থ বাণিজ্য করেন তিনি। আর ওসির এমন ঘুষ বাণিজ্যে নরমাল ধারায় কোর্টে প্রেরণ করার পর থানায় পুলিশ আসার আগেই আসামি বাড়িতে চলে আসে। যে কারণে ওসিকে প্রত্যাহার চান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলার সাধারণ মানুষ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ মাসে ঈশ্বরগঞ্জ থানায় মোট ৭১টি মামলা হয়েছে। যার মধ্যে ৩টি হত্যা, ৪টি চুরি, নারী নির্যাতন ৯টি, মাদক ১৫টি, পুলিশ লাঞ্চিত২ টি, অন্যান্য ৩৮টি। তন্মধ্যে জুয়া আইনে ৪০ জন, পুলিশ আইনে ৩৩ জন, পরোয়ানা মূলে-১০৫ জন এবং অন্যান্য ১০জন সহ মোট ২৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। এতে গ্রেপ্তারকৃত প্রায় অর্ধেক আসামিদের কাছ থেকে অর্থনৈতিক বাণিজ্য করেছে ওসি।
এসব বাণিজ্যের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো- উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যাহলয়ের নৈশপ্রহরী আরমান হোসেন (২৪) হত্যা মামলার আসামীদের না ধরে সাধারণ মানুষদের হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেছে পুলিশ। চার জনকে আটকের পর ৬০ হাজার টাকার বিনিময়ে থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ইউনিয়নের ২ কিশোরীকে ধর্ষণ ও আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে যুবলীগ নেতা মিজানুর রহমানকে ছিনতাইয়ের ঘটনায় মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
অপরদিকে উপজেলা জুড়ে অনলাইন জুয়াড়ি ব্যাপক হারে বেড়ে যায়। সেই অনলাইন জুয়াড়িদের ধরে এনে মোটা অংকের টাকা নিয়ে ৩৪ ধারায় চালান দিয়ে দিনের ভিতরই জামিনে আসার সুযোগ করে দেন ওসি।
এমন অসংখ্য অভিযোগে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। থানায় দালালদের দৌরাত্ম্যে সেবাপ্রার্থীরা পড়ছেন বেকায়দায়। ওসির নিয়ন্ত্রণে থাকা দালালদের খপ্পরে থানায় সেবা নিতে আসা মানুষদের গুণতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এ সকল ঘটনার পর মানুষের জান-মালের নিরপত্তা নিশ্চিতে অনতিবিলম্বে চুরি, ছিনতাই, ধর্ষণ, গ্রেপ্তার বানিজ্য বন্ধে পুলিশকে তৎপর হওয়ার আহবান জানিয়েছে ছাত্র-জনতা।
আইন শৃঙ্খলা অবনতির বিষয়ে কথা হলে বাজার কমিটির সভাপতি একেএম হারুন অর রশিদ বলেন, আইন শৃঙ্খলা বিষয় কি আর বলবো, বলার ভাষা নাই। আজকেও আমাদের বাজারে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সারা উপজেলা জুড়ে একটা আতংক বিরাজ করছে। পুলিশের সঠিক তৎপরতার অভাবে চুরি, ছিনতাই মাদক ব্যাবসা, কিশোরগ্যাং খুনের মত ঘটনা বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে উপজেলা ও পৌরবাসি ব্যাবসা করা তো দুরের কথা জান মাল নিয়ে বেঁচে থাকাই দায় হবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমানের কাছে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি আইন-শৃঙ্খলার অনবতির কথা অস্বীকার করে বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চুরি-ছিনতাইয়ের রহস্য উদঘাটন ও ধর্ষণ মামলার আসামিসহ অপরাধীদের গ্রেপ্তারে থানা-পুলিশ কাজ করে যাচ্ছে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
ঈশ্বরগঞ্জে লাশের ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও গ্রামবাসীর বাকবিতণ্ডা ঈশ্বরগঞ্জে লাশের ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও গ্রামবাসীর বাকবিতণ্ডা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
ঈশ্বরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন ঈশ্বরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন
শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার
জুলাই হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর জুলাই হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর
ঈশ্বরগঞ্জে ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ঈশ্বরগঞ্জে ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)