

বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
রাঙামাটিতে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
রাজু :: দেশব্যাপী নারীদের প্রতি চলমান ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আজ বুধবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে।
শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত নারী নির্যাতন বন্ধ না হবে, ততদিন তাদের প্রতিবাদ চলবে।
এসময় সায়েদা ইসলাম, কাশপিয়া আক্তার খুশবু, লামিয়া আক্তার, তানভি রহমান, উম্মে সালমা, অহিদুজ্জামান রোমান, ইমাম হোসেন ইমু, সাইমুন ইসলাম, ইমাম হোসেন কুতুবি, হোসাইন মল্লিক, রাফি, তামিম, মো. ইরফান প্রমূখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সায়েদা ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু নারীরা এখনও নিরাপত্তাহীন। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
হোসাইন মল্লিক রাঙামাটিতে আপন দাদুর হাতে নাতনির যৌন হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাই।”
ইমাম হোসেন ইমু বলেন, “রাঙামাটির ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ করছি। যতদিন নারীরা নিরাপদ না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
সাইমুন ইসলাম দাবি করেন, “প্রত্যেক ধর্ষকের শাস্তি প্রকাশ্যে কার্যকর করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
উম্মে সালমা বলেন, “আমরা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, কিন্তু সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে হবে।”
অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।