বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋন বিতরণ
কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋন বিতরণ
এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে পরিবার ভিত্তিক কর্মসংস্থান ঋন কর্মসূচির আওতায় সুবিধাভোগী সদস্যদের মাঝে যুব ঋন বিতরণ করা হয়েছে।
১৩ মার্চ দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলা কার্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরে রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাং শাহজাহান।
এ সময় তিনি বলেন,নিজের পুঁজির সাথে যুব ঋণের সমন্বয় ঘটিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে।
তিনি আরো বলেন,যুব উন্নয়ন অধিদপ্তর মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। কাপ্তাই উপজেলা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খাইরুল আলম, সুবিধাভোগী আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম ও পারভীন আকতার প্রমুখ।
অনুষ্ঠানে ২৫ জন সুবিধাভোগীর মাঝে প্রতি জনকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরন করা হয়।





সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
কাউখালীতে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
কাউখালীতে ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ০৩টি ঝুঁকি পুর্ন
সাংবাদিকদের সাথে কাপ্তাই জোন কমান্ডারের মত বিনিময়
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউট ব্যাজ কোর্স সমাপনী অনুষ্ঠিত