সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পারভেজ হত্যার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
পারভেজ হত্যার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
রাজু :: বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে আজ ২১ এপ্রির সোমবার সকাল ১১টায় রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে কল্যাণপুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও শোকের ছায়া স্পষ্ট ছিল।
সমাবেশে বক্তারা বলেন, “জাহিদুল ইসলাম পারভেজকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা কোনো ধরনের কালক্ষেপণ মেনে নেব না। ন্যায়বিচার না হলে ছাত্রদল দেশব্যাপী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। আমরা জাহিদের রক্তের প্রতিটি ফোঁটার জবাব চাই।”
ছাত্রদল নেতারা আরও বলেন, “বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসের রাজনীতি চিরতরে বন্ধ করতে হলে এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে উদাহরণমূলক বিচার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নেতা শরিফুল ইসলাম শাকিল, ওমর মোরশেদ, শাহরিয়ার ইমন রাসেল, বাহাদুর শাহ, তানভীর,আনোয়ার হোসেন, আমজাদ হোসেন, ইলেন বড়ুয়া, রেজাউল করিম রাজ, আলভি হোসেন নাইম, আবু আবরার আলভি, মাহি ও পাভেল সরদার ছাত্রদলের প্রমূখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।





অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর