 
       
  শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » ঢাকা » লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা ও সন্দেহ অবিশ্বাস অনেকখানি দূর করবে
লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা ও সন্দেহ অবিশ্বাস অনেকখানি দূর করবে
 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, গতকাল লন্ডনে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের মধ্যকার বৈঠকের মধ্য নির্বাচনকেন্দ্রীক অচলাবস্থা ও সন্দেহ অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়। তিনি সরকারের উদ্যোগকে “বিলম্বিত বোধদয়’ হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন  আরো আগে এই বোধদয় হলে অনেক অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও রাজনৈতিক বিরোধ বৈরীতা এড়িয়ে নির্বাচনের প্রস্তুতিসহ আসল কাজগুলোতে আরও মনোযোগ দেওয়া যেত।তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে বিচার  সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী  সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হলো বলে ধরে নেয়া যেতে পারে।তিনি বলেন, আপাতত রাজনীতির গুমোট পরিস্থিতির যেমন অবসান হতে পারে,তেমনি সরকারেরও বিশেষ কোন দিকে ঝুঁকে পডার আশংকাও কিছুটা কমতে পারে।
 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, গতকাল লন্ডনে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের মধ্যকার বৈঠকের মধ্য নির্বাচনকেন্দ্রীক অচলাবস্থা ও সন্দেহ অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়। তিনি সরকারের উদ্যোগকে “বিলম্বিত বোধদয়’ হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন  আরো আগে এই বোধদয় হলে অনেক অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও রাজনৈতিক বিরোধ বৈরীতা এড়িয়ে নির্বাচনের প্রস্তুতিসহ আসল কাজগুলোতে আরও মনোযোগ দেওয়া যেত।তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে বিচার  সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী  সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হলো বলে ধরে নেয়া যেতে পারে।তিনি বলেন, আপাতত রাজনীতির গুমোট পরিস্থিতির যেমন অবসান হতে পারে,তেমনি সরকারেরও বিশেষ কোন দিকে ঝুঁকে পডার আশংকাও কিছুটা কমতে পারে।
তিন  লন্ডন বৈঠকে দুই নেতার আলোচনার বিষয় রাজনৈতিক দল ও দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহবান জানান। একইসাথে তিনি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও গুরুত্বপূর্ণ অংশীজনদেরদের সাথেও কার্যকরি বোঝাপড়া বাড়াতেও  সরকারের প্রতি আহবান জানান।
পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, দেশের মানুষের  অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে  আগামী দিনগুলোতেও আপোষহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  বহ্নিশিখা জামালী, আকবর খান,  আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সংহতি জানান গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আহবায়ক শেখ আবদুর নূর।
সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন,  বহু রক্ত দিয়ে আমরা আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি সাম্যভিত্তিক মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই লড়াই শেষ অব্দি এগিয়ে নেবে।
আকবর খান বলেন, জনগণের স্বার্থ ও অধিকারের প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপোষহীন।
আবু হাসান টিপু বলেন, কোন চেহারার স্বৈরতন্ত্রকে বাংলাদেশে আমরা আর শিকড় বিস্তার করতে দেবনা।
আনছার আলী দুলাল বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে বিপ্লবের উপযোগী পার্টি হিসাবে গড়ে তুলতে হবে।
মীর মোফাজ্জল হোসেন মোশতাক বলেন, মেহনতি মানুষের মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীদেরকে আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
সমাবেশের পর  প্রতিষ্ঠাবার্ষিকীতে  কেন্দ্রীয়  শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও  জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়; শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংগিকার ব্যক্ত করা হয়।পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,  আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য  সাইফুল ইসলাম  মীর রেজাউল আলম, ফিরোজ আলী, কেন্দ্রিয়  সংগঠক আইয়ুব আলী, বাবর চৌধুরী,  ঢাকা মহানগর কমিটির নেতা মোঃ সালাউদ্দীন , মিজারুল রহমান ডালিম, আরিফুল ইসলামসহ পার্টির ঢাকা মহানগর  নেতৃবৃন্দ।
পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন জেলা/ উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ,  সংক্ষিপ্ত সমাবেশ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
       
       
      



 দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
    দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন     ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
    ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ     ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
    ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা     চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
    চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু     উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়     দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
    দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই     নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
    নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি     রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
    রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫     গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
    গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন     গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
    গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান