রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝর্ণায় পা পি’ছ’লে প’ড়ে আসিফ উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। সে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী কামাল গেইট এলাকার গোলাপ উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
রোববার (১৫ জুন) দুপুর ১২টায় উপজেলার বড়দারোগাহাটের রূপসী ঝরনায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে পাঁচ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝরনায় ঘুরতে আসে। বেলা সাড়ে ১১টায় তারা ঝরনায় প্রবেশ করে। বন্ধুদের সাথে ঝরনায় হৈ হুল্লোড় মাতামাতির একপর্যায়ে গোসল করতে যাওয়ার এক পর্যায়ে সে পা পিছলে কূপে পড়ে ডুবে নিখোঁজ হয়। পরে তার অন্য বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে।
আসিফের বন্ধু মেহেদী হাসান বলেন, ‘বন্ধুরা সবাই ঝরনায় গোসল করছিলাম। কিন্তু হঠাৎ আসিফকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেকক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে।’
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিমের লিডার শাহলঙ্গ মারমা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় যে ঝরনায় একজন পর্যটক নিখোঁজ হয়েছে। আমরা দ্রুত উদ্ধার টিম নিয়ে সেখানে পৌঁছাই। দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় আমাদের ডুবুরি টিম তার লাশ উদ্ধার করে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থে যাই। স্থানীয়দের সহায়তায় মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় শিক্ষার্থী আসিফ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। লাশ থানায় নিয়ে আসার পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন