বুধবার ● ১৮ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু
নবীগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন আল-আমিন হাসেমিয়া দাখিল মাদ্রাসার হেফজ খানায় রাব্বি মিয়া (১৩) নামে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ১৮ জুন সকাল ৯টার দিকে হেফজখানার একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাব্বি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামের কাউসার মিয়ার ছেলে। সে মাদ্রাসাটিতে আবাসিক ছাত্র হিসেবে পবিত্র কোরআন হিফজ করছিল।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে রাব্বির কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে তার ঝুলন্ত দেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সদরুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তবে এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মাদ্রাসা কর্তৃপক্ষ এটি আত্মহত্যা বলে দাবি করলেও রাব্বির পরিবার তা মানতে নারাজ। তাদের দাবি, এটি একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, নিহত রাব্বির এক সহপাঠী দাবি করেছে, রাব্বির ‘উপড়ি’ (জীনে ধরা সমস্যা) ছিল।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী