বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্এারপ্রনারশিপ এন্ড রেসিলিয়ন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাসেল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রাঙামাটি উপ পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন, কাউখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আব্দুল খালেক।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবু বক্কর ছিদ্দিক।
এ সময় উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তাষ কান্তি দে, ছিদ্দিক আকবর (রাঃ) মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মো. ইমতিয়াজ আহমেদ, বড়ডুলু মৈত্রী শিশু সদনের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাবোধি ভিক্ষু, সাংবাদিক মো. ওমর ফারুক, সাংবাদিক মো. জয়নাল আবেদীন, উপ সহকারী কৃষি অফিসার মো. তৈয়ব নুর সাগর, উপ সহকারী কৃষি অফিসার মো. আব্দুল হাকিম, উপ সহকারী কৃষি অফিসার মো. সাহেদ উপ সহকারী কৃষি অফিসার মো. দিদার হোসাইন সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের প্রতিনিধি বৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের কৃষক সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান