বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।
গ্রাম আদালত শক্তিশালীকরণ এ কর্মশালার মূল লক্ষ্য। গ্রাম আদালত বিষয়ক ২৮টি ধারার বিভিন্ন আইনগত দিক, করনীয় এবং নিয়মকানুন বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় দিক নির্দেশনামূলক পরামর্শ দেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন। প্রধান অতিথি আরও বলেন, স্থানীয়ভাবে কম খরচে, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম আদালতে ন্যায়বিচার নিশ্চিত করা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়িত গ্রাম আদালত মাঠপর্যায়ে কার্যক্রম চলছে।
আজ বুধবার (১২ নভেম্বর) উপজেলা সভাকক্ষে বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ের ডিএমআইই রিপোর্ট প্রস্তুতি, মাসিক রিপোর্ট তৈরির পদ্ধতি, গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে বিস্তর বক্তব্য রাখেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গ্রাম আদালত সুত্র জানায়, গত এক মাসে গ্রাম আদালত পরিচালনায় ৬৫ অভিযোগ জমা পড়ে। তার মধ্যে ৩০ টা অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
কর্মশালায় উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী, উপজেলার ৭নং মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামানিক, ৮ নং হাবড়া ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ, ২নং মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্, বেলাইচন্ডি, রামপুর, পলাশবাড়ী, চন্ডিপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে গ্রাম আদালতের ফরম, ফর্মেট এবং রেজিস্ট্রার চেয়ারম্যানদের হাতে তুলে দেন কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন।





পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই