শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস উদযাপন
কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস উদযাপন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাই য়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরব উজ্জল ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ নভেম্বর সকালে বিএসপিআই সিভিল উড ডিপার্টমেন্ট হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তবর্তী কালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবির হোসেন। আইডিইবি কাপ্তাই (জেনিক) সভাপতি প্রকৌশলী মো. ইমাম ফখরউদ্দীন রাজী এর সভাপতিত্বে এবং প্রকৌশলী আব্দুল আলী’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তী কালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক (চট্টগ্রাম) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন,বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপদেষ্টা জেনিক, কাপ্তাই প্রকৌশলী
রহমাতুল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন বিএসপিআই এর শিক্ষার্থী মো. বেলাল হোসেন।
এসময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে । দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতি মুক্ত ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।
উক্ত অনুষ্টানে আইডিইবি এর সদস্য,গনমাধ্যম কর্মী সহ বিএসপিআই এর শিক্ষার্থী’রা উপস্থিত ছিলেন।





কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল