শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
রাজীব দে, ঢাকা :: জেসিএক্স রিয়েল এস্টেট কোম্পানি ডেভেলপমেন্টস লিমিটেড এর তিনদিন ব্যাপী আবাসন মেলা বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর থেকে
শুরু হয়ে মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক, জাপান স্ট্রিটে শুরু হয়েছে।আবাসন মেলার শুভ উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও সিদ্দিকুর রহমান, অপারেশনস ডিরেক্টর আসিফ মাহমুদ চৌধুরী, পরিচালক মির্জা গোলাম রহমান শুভ, সিওও কর্ণেল এবিএম মিজানুর রহমান, নির্বাহী পরিচালক কর্ণেল মো. আরিফুল হক এবং স্টার কানেক্টের সিইও নীল হুরের জাহান, জেসিএক্স এর কর্মকর্তা আখলাখ রহমান সহ প্রমুখ।
জাপান স্ট্রিটে অবস্থিত জেসিএক্স বিজনেস টাওয়ারে অনুষ্ঠিত আবাসন মেলায় আকর্ষণীয় ছাড় ও অফার চলছে ফ্ল্যাট বুকিংয়ে, যেমন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড়, ইন্টেরিয়র ডিজাইন ও কিচেন কেবিনেট ফ্রি, এবং হোম মুভার্স সার্ভিস।
জেসিএক্স ডেভেলপমেন্টসের ৬৫টি চলমান প্রকল্পের আওতায় ৫০ লাখ ৮১ হাজার স্কয়ার ফুটের বেশি আয়তনের ফ্ল্যাট এবং অফিস স্পেস থেকে গ্রাহকরা বেছে নিতে পারবেন।
মেলায় বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস এবং আইকন হানড্রেড বাণিজ্যিক ভবন সম্পর্কে তথ্যও দেওয়া হয়। বিশেষ করে আইকন হানড্রেড প্রকল্পে মোট জায়গার ৫০ শতাংশ উন্মুক্ত স্থান রাখা হবে।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘জেসিএক্স ডেভেলপমেন্ট আমার কাছে আস্থার প্রতীক। এক যুগের বেশি সময় ধরে আমি জেসিএক্সের ফ্ল্যাটে বাস করছি। ক্রেতাদেরও আমি বলতে চাই, এখানে ফ্ল্যাট কিনলে তারা লাভবান হবেন।’
জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী আলাপে বলেন, “আমরা জাপানিজ এবং দেশের সেরা প্রকৌশলীদের সমন্বয়ে দৃষ্টিনন্দন ডিজাইন ও আন্তর্জাতিক মানসম্পন্ন ভূমিকম্পন সহনীয় আবাসনের নিশ্চয়তা দিয়ে থাকি। আমাদের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়।





দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই