বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপির সমর্থিত ঢাকা-১২ আসনে কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক কারওয়ান বাজার প্রগতি ভবনের সামনে নির্বাচনে প্রচার সভায় বলেন, যারা কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরতে চান ভুলে যান সেসব পুরানো দিনের কথা। তিনি বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে তাদেরকে ঢাকা ১২ আসনের জনগণ প্রত্যাখ্যান করবে। আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, ১৭ বছর ধরে যে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করেছে ১২ ফেব্রুয়ারী অবাধ নির্বাচনের মধ্য দিয়ে তাকে সফল করতে হবে।
তিনি ঢাকা ১২ আসনে কোদাল মার্কায় গণ ঐক্য জোরদার করার আহবান জানান।
বক্তব্যের শুরুতেই তিনি বেগম খালেদা জিয়া ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ঢাকা-১২ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি প্রতি ছয়মাস পরপর প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে গণশুনানী করবো। মানুষের সুখ, দুঃখের কথা নিজের কানে শুনবো। তৃণমূূল থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রতিকারের জন্য কাজ করবো। তিনি বলেন, ঢাকা-১২ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কারনে নিরাপত্তাহীন হয়ে পড়েছে।
২২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টায় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে ঢাকা-১২ আসনের অন্তর্ভুক্ত তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা এবং শেরে বাংলা নগর থানা-থানাগুলোর অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড এবং ইউনিটের বিএনপির নেতাকর্মী, সমর্থক, সকল অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দল এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীদেরউল্লেখযোগ্য উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১২ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব এল রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী আকবর খান, নারীনেত্রী বহ্নিশিখা জামালী, ড. মোশরেকা অদিতি হক, ঢাকা মহানগর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, নুরুল হক নুরু, রাহিমি, মহিলা দল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ারন মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, শেরে বাংলানগর থানার আহ্বায়ক নাইম, বিএনপি নেতা তসলিমা রিতা, ন সাবেক শ্রমিক নেতা মাহমুদুল আলম মন্টু, তোফায়েল আহমেদ, আমজাদ হোসেন, হাফিজ রহমান কবির, কাজী মজিবর রহমান, মোঃ মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল প্রচার মিছিল কারওয়ান বাজার, নাখালপাড়া হয়ে নাবিস্কো মোড়ে শেষ হয়।





জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান