বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » সরকার গরিব মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণের প্রকল্প হাতে নিয়েছে
সরকার গরিব মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণের প্রকল্প হাতে নিয়েছে

ঢাকা প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.২০মিঃ) ১১ মে আধুনিক চিকিৎসা নিশ্চিতে দরিদ্রদের স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সচিবালয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফ্যান। এ সময় মন্ত্রী এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সাফল্যের পর সরকার এখন গরিব জনগণের জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করার কর্মসূচি হাতে নিয়েছে। সম্প্রতি সরকার গরিব মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণের পাইলট প্রকল্প হাতে নিয়েছে। ‘শেখ হাসিনা হেলথ কেয়ার’ নামের এই কর্মসূচি সারা দেশে পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে।
স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে সরকার ‘শূন্য সহিষ্ণতা’ নীতি অবলম্বন করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অনেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, সরকার গত কয়েক বছরে স্বাস্থ্য খাতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। স্বাস্থ্য খাতের উন্নতিকে আরো উচ্চতায় নিয়ে যেতে বিশ্ব ব্যাংকের অব্যাহত সহায়তা আশা করছি।
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ব ব্যাংকের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসিসহ মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ