বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » নলডাঙ্গা ভূষণ স্কুল জাতীয়করণে ঝিনাইদহে উত্সব
নলডাঙ্গা ভূষণ স্কুল জাতীয়করণে ঝিনাইদহে উত্সব

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ১৩৪ বছরের পুরাতন ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেয়া হয়েছে৷ ১১ মে মঙ্গলবার দুপুরে এই সংক্রান্ত চিঠিটি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়৷ চিঠি হাতে পাওয়ার পর স্কুলের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা শহরে আনন্দ মিছিল বের করে৷ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারও মিছিলে অংশ নেন ৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, জাতীয়করণের এক আদেশে গত ৯ মে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান৷ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ বিদ্যালয়টি ১৮৮২ সালে স্থাপিত হয়৷ বর্তমানে বিদ্যালয়টিতে ৪৬ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন৷ এছাড়া শিক্ষার্থী আছে প্রায় ১ হাজার ৩০০ জন৷ প্রধান শিক্ষক তোতা স্কুলটি জাতীয়করন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান৷ তিনি আরও বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার৷
উলেস্নখ্য, রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় ছিলেন বর্তমান ঝিনাইদহ জেলার কুমড়াবাড়িয়া গ্রামের গুরুগোবিন্দ ঘোষালের কনিষ্ট ছেলে৷ তিনি ১৮৭৯ সালে পূর্ণ জমিদারী ভার গ্রহণ করেন এবং রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন৷ সে সময় তিনি শিক্ষার প্রতি অনুরাগী হয়ে পিতা-মাতার নামে ইন্দুভূষণ ও মধূমতি বৃত্তি চালু করেন যা তখনকার সময়ে এক বিরল ঘটনা ছিল৷ তিনিই ১৮৮২সালে রাজবাড়ির নিকট আজকের নলডাঙ্গা ভূষণ হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন৷





কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী