শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে ভারী বর্ষণে জলবদ্ধতা
বিশ্বনাথে ভারী বর্ষণে জলবদ্ধতা

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: ভারী বর্ষনে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে৷ গত তিনদিনের ভারী বৃষ্টিপাতের কারনে সব থেকে সমস্যায় পড়েছে নিচু এলাকার ঘরবাড়ি-হাট বাজার৷ এভাবে আরও দুই-তিন বৃষ্টি হলে বন্যার আশংকা করছেন উপজেলাবাসী৷ উপজেলা সদরের বিভিন্ন জায়গায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা বিভিন্ন সরকারি অফিস-বাসার আঙ্গিনা জমা রয়েছেন৷ ফলে ওইসব এলাকার বাসিন্দাদের পুহাতে হচ্ছে দুর্ভোগ৷ টানা ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নদ-নদী-খাল-বিলে দিনদিন পানি বৃদ্ধি পাচ্ছে৷ উপজেলা সদরের বাসিয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়া নদীর চর দখলে করে নির্মিত দোকান ঘরের পিছনের অংশ পানি জমা রয়েছে৷ এভাবে পানি বৃদ্ধি পেলে ওইসব দোকানঘর পানির নিচে তলিয়ে যাওয়ার আশংকায় রয়েছেন বাজারের ব্যবসায়ীরা৷
বৃহস্পতিবার উপজেলা সদরে ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদ রোডে অবস্থিত বিভিন্ন সরকারি কোয়াটার ও কৃষি অফিসের সামনে পানি জমা রয়েছে৷ এতে কৃষি অফিস আসা কৃষকরা পানির মধ্যে দিয়ে অফিসে প্রবেশ করছেন৷ উপজেলা সদরের নতুন বাজার এলাকার কয়েকটি বাসার আঙ্গিনায় বৃষ্টির পানি জমা হয়ে আছে৷ ফলে এসব বাসা-বাড়িতে বসবাসকারীদের পুহাতে হচ্ছে দুর্ভোগ৷
এলাকার সচেতন মহল মনে করেন,উপজেলার বিভিন্ন জায়গায় পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই বিভিন্ন জায়গা পানি জমা হয়ে থাকে৷ তবে জরম্নরী ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন হাট বাজার ও বাসার সামনে ড্রেইনে ব্যবস্থা করা প্রয়োজন৷
উপজেলা সদরের নতুন বাজার বাসিন্দা শফিকুল ইসলাম সফিক বলেন, পর্যাপ্ত পরিমানে ড্রেইন না থাকায় অল্প বৃষ্টি হলেই বাসার সামনে পানি জমে থাকে৷ এতে আমাদের দুর্ভোগ পুহাতে হয়৷
উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবীর বলেন, বর্তমানে জলাবন্ধতা নিরশনের জন্য কোনো পরিকল্পনা নেই৷ তবে কোথাও কোথাও ড্রেইনের ব্যবস্থা করলে পানি নিস্কাশন সম্ভব হবে বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে তিনি জানান৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান