রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৪জনের ফাঁসির আদেশ
গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৪জনের ফাঁসির আদেশ

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ জ্যৈষ্ঠ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ৮.৩২মিঃ) গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে মোকছেদ আলী সেন্টু নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়৷
২২ মে রবিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া জনাকীর্ন আদালতে এ আদেশ দেন৷
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টঙ্গীর এরশাদ নগর এলাকার মোঃ রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩১) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)৷ তারা পলাতক রয়েছেন৷
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মোঃ মকবুল হোসেন কাজল ও আতাউর রহমান জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে আসামিরা কুপিয়ে টঙ্গীর এরশাদ নগর এলাকার বাড়ির পাশেই মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে হত্যা করে৷
এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে টঙ্গী থানায় মামলা করেন৷ শুনানী শেষে রবিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া হত্যার ঘটনায় প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং চাঁদা দাবির ঘটনায় প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন৷
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ফয়েজ উদ্দিন৷





ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’