রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রকাশ সাহা পাপড়ে বিক্রয় করে স্বাবলম্বী
প্রকাশ সাহা পাপড়ে বিক্রয় করে স্বাবলম্বী

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২৯মিঃ) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের বাসিন্দা প্রকাশ সাহা জীবিকা নির্বাহের এক ব্যতিক্রমী উপায় বেছে নিয়েছেন ৷ দিলখুশ বা পাপড় তৈরি করে মা, স্ত্রী ও দুই মেয়েসহ ৫ জনের সংসার চলছে বেশ ভালই ৷
প্রকাশ সাহার স্ত্রী জানান, জমি বলতে বসত ভিটার পাঁচ শতক ছাড়া আর কিছুই নেই তাদের ৷ বড় মেয়ে ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়াশুনা করে ৷ দুই মেয়ে পড়ালেখার পাশাপাশি বাবার কাজে সাহায্য করে৷
বড় মেয়ে জানায়,বাবার তৈরি পাপর জেলার বিভিন্ন উপজেলাসহ মাগুরা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় বিক্রি হচ্ছে ৷ প্রতি কেজি পাপড় ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করা হয়৷ সারা দিনে তারা প্রায় ১০ কেজি দিলখুশ পাপড় তৈরি করতে পারে ৷ যা দিয়ে ৫ জনের অভাবের সংসার চালানো কষ্টকর হয়ে যায় ৷
প্রকাশ সাহা জানান, তিনি আগে গ্রামের বিভিন্ন লোকের পানের বরজে কাজ করতেন৷ পানের বরজ উঠে গেলে জীবিকা নির্বাহের জন্য তিনি পাপড় তৈরির কাজ শুরু করেন৷
তিনি জানান, ১০ বছর ধরে এই পাপড় তৈরির কাজ করে আসছেন তিনি ৷ ময়দা, হলুদ ও লবণসহ বিভিন্ন মশলা দ্বারা তৈরি করা হয় এই পাপড় ৷ বছরের ভাদ্র থেকে মাঘ এই ৬ মাস এর চাহিদা বেশি থাকে ৷ বর্ষার সময় পাপড় তৈরি বেশ কষ্টকর ৷ কারণ পাপড় তৈরির পর তা রোদে শুকাতে হয় ৷
পাপড় বিক্রি করে তার প্রতিদিন দুইশ টাকা উপার্জন হয় ৷ ব্যাংক ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তার ব্যবসার প্রসার ঘটানো যেত বলেও জানান প্রকাশ সাহা ৷





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি