সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ২ বিদেশী হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই উত্ঘাটন হবে — গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
২ বিদেশী হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই উত্ঘাটন হবে — গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই বিদেশি নাগরিক হত্যা রহস্য উদঘাটনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৷ আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ৷ খুব শিগগিরই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা বের করে আনা হবে ৷
অক্টোবর রবিবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ৷
মন্ত্রী বলেন, সারা দেশের কারাগারগুলোতে প্রায় এক হাজার বিদেশি সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে ৷ এদের মধ্যে অনেকের সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা নিজ দেশে ফিরে যেতে পারছে না ৷ ওই সব বন্দিদের নিজ নিজ দেশের দূতাবাসগুলোকে বিষয়টি অবহিত করা হলেও তারা কারাগার থেকে তাদের ফিরিয়ে নিচ্ছেন না ৷
তিনি জানান, বাংলাদেশে ২ লাখ ১৭ হাজার ৭০০ বিদেশি রয়েছে৷ তারা বিভিন্ন পেশায়, বিভিন্ন কোম্পানির কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, কেউ বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষা গ্রহণ করছেন ৷
স্বরাষ্ট্রমন্ত্রী সকালে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন তাকে স্বাগত জানান ৷ মন্ত্রী একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রাম সমাপ্ত এবং সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ৷
এ ব্যাচে ১৮জন সহকারী পরিচালক ১৫ মাস মেয়াদী এ প্রশিক্ষণ সম্পন্ন করেন ৷ এর মধ্যে ১৫জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন ৷ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন ছাড়াও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসিম উদ্দিন, গাজীপুর জেলা আসনার কমান্ডেন্ট ড. মো. সাইদুর রহমানসহ বাহিনীর উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উদ্দেশ্যে বলেন, এ বছরের শুরুতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য মহাপরিচালকের নেতৃত্বে সড়ক ও রেললাইনে ২০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছিল ৷ এ সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছে ৷ এ দায়িত্ব পালন করতে গিয়ে ১৯ জন সদস্য শহীদ ও অর্ধ-শতাধিক আহত হয়েছেন৷ তাদের এ আত্মত্যাগ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ৷
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ব্যাটালিয়ান আনসারদের স্থায়ীকরণের সময় সীমা ৯ হতে ৬ বছরে নামিয়ে আনা হয়েছে ৷ সাধারণ আনসারদের চাকরির মাঝে বিরতিকালীন সময় ২ বছর হতে কমিয়ে ৬ মাসে আনা হয়েছে ৷ তাছাড়া নারী টিআই ও নারী আনসারদের স্থায়ীকরণ করা হয়েছে ৷
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, মানব সম্পদ উন্নয়ন তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ বাহিনীর ভূমিকা অপরিসীম ৷ আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ৫৭ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর