শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনায় মাদক ব্যবসার বিরোধের জের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
পাবনায় মাদক ব্যবসার বিরোধের জের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
মোবারক বিশ্বাস, পাবনা :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মিঃ) পাবনা শহরের লাইব্রেরী বাজার এলাকায় মাদক ব্যবসার জের ধরে দুই পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে৷ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাজারের ট্রাফিক চত্বরে এ ঘটনা ঘটে৷ নিহত মুন্না চৌধুরী (৪০) গোবিন্দা মহল্লার মৃত রওশন চৌধুরী ছেলে ৷
নিহতের ভাই রাজিব চৌধুরী জানান, রাত ৯টার দিকে গোবিন্দা মহল্লার মুন্না চৌধুরী ও তার ছোট ভাই রাজিব চৌধুরী রিক্সা যোগে লাইব্রেরী বাজার গোল চত্বরে পৌছালে ৪/৫ জন যুবক তাদের গতি রোধ করে৷ এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মুন্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ আশংকাজনক অবস্থায় মুন্নাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষনা করেন৷
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ ওই বিরোধের জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে৷ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের গ্রেফতারে অভিযান চলছে, তবে তাদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তাদের ধরার জন্যে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে৷ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷
হত্যাকান্ডটি শহরে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে৷ যে স্থানে হত্যার ঘটনা ঘটেছে তার ২৫ গজ দূরেই পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্সের কার্যালয় বাই দ্যা বাই ক্লাব৷ সেখানে অনেক নেতা-কর্মীর সামনে মুন্নাকে ছুরিকাঘাত করা হয়৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪