শুক্রবার ● ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » অর্থ আত্মসাতের অভিযোগে এনজিও কর্মকর্তা আটক
অর্থ আত্মসাতের অভিযোগে এনজিও কর্মকর্তা আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :: এসিডদগ্ধদের নামে বরাদ্দকৃত অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আলী (৩৬) নামে এক এনজিও কর্মকর্তাকে আটক করা হয়েছে৷ ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে সোনালী ব্যাংক কোর্ট শাখার কাছ থেকে তাকে আটক করা হয়৷ সে বেসরকারী সংস্থা মানবমুক্তি সংস্থার (এমএমএস) বাস্তবায়নাধীন এসিড সারভাইভার ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা ও সদর উপজেলার দিঘলকান্দি বনবাড়ীয়া এলাকার ইয়াকুব আলী সরকতারের ছেলে৷
সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফারুক আহম্মেদ জানান, দুপুরে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল, সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জেলার ২২ জন এসিডদগ্ধদের অনুদানের চেক প্রদান করা হয়৷ এসিডদগ্ধদের কাছ থেকে ওই চেক নিয়ে মানবমুক্তি সংস্থার প্রজেক্ট অফিসার নুর মোহাম্মদ নিজেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন৷ পরে এসিডদগ্ধদের অনুদানের বরাদ্দকৃত টাকা থেকে ৩ থেকে ৫ হাজার টাকা করে কর্তন করেন৷ খবর পেয়ে পুলিশ সোনালী ব্যাংক কোর্ট শাখার কাছ থেকে হাতেনাতে নুর মোহাম্মদকে আটক করে৷ এ ঘটনায় এসিডদগ্ধ রায়গঞ্জের লালভানু বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন৷





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং