বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » অজিত রায়ের অর্থায়নে নির্মিত দূর্গা মন্দিরের উদ্বোধন
অজিত রায়ের অর্থায়নে নির্মিত দূর্গা মন্দিরের উদ্বোধন

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে :: নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার রায়ের আর্থিক অনুদানে শহরের কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার নবনির্মিত দূর্গা মন্দির বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে ৷ উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়৷ অনুষ্টানমালার মধ্যে ছিল,বিষ্ণু পূজা,গীতাপাঠ ও প্রদান বিতরন ৷ গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ৷ এতে বিশেষ অথিতি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী,নবীগঞ্জ পৌসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগোর সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য,সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী,প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদ ৷ এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর যুবরাজ গোপ,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, মন্দিরের দাতা পরিবার সদস্য অমিয় রায়,প্রভাষক অসীম কুমর রায়, উত্তম কুমার রায়,গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নারায়ন রায়,যুগ্ম সম্পাদক বিধান ধর,হিমাংশু রায়,হিমাংধু দেব,গৌতম রায়,প্রনব দেব,উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এড.রাজীব কুমার দে তাপস,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,দীপক পাল,শ্রীপদ দাশ প্রমূখ৷ অনুষ্টানমালায় সহস্রাধিক ভক্তবৃন্দ ও সুশীল সমাজের মানুষের সমাগম ঘটে ৷
আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ৪০ মিঃ





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত