রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে কলেজ সরকারিকরণের দাবিতে মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জে কলেজ সরকারিকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৬মিঃ) সিরাজগঞ্জের রায়গঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ সরকারিকরণের দাবিতে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ স্থানীয়রা ফুঁসে ওঠেছে ৷ গত কয়েকদিন ধরে কলেজের পক্ষ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে৷ ১৭ জুলাই রবিবার সকালেও একই দাবীতে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন৷ মানববন্ধন শেষে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিলসহ মহাসড়ক অবরোধ করে৷ এতে মহাসড়কের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়৷ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন৷
কর্মসুচলী চলাকালে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে এলাকার বিদ্যোত্সাহী আওয়ামীলীগ নেতৃবৃন্দ ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন৷ তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ওই কলেজ মাঠে ২৭ বার জনসভা করেছেন৷ প্রতিবারেই তিনি কলেজটি সরকারি করণের প্রতিশ্রুতি দিয়েছেন৷ কিন্তু অদ্যাবধি তা কার্যকর হয়নি৷ বক্তারা বলেন, ৯৬’র প্রহসনমূলক নির্বাচন প্রতিহত করতে গিয়ে এ কলেজের ছাত্রনেতা আনন্দ, জসমত, বুলবুল ও রানা নিহত হয়েছে৷ সব ঘটনাই বর্তমান প্রধানমন্ত্রী অবগত রয়েছে৷ অথচ আজো কলেজটি সরকারি করণের তালিকাভুক্ত হয়নি৷ অবিলম্বে কলেজটি সরকারীকরণ না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি গণঅনশন কর্মসুচী পালনের ঘোষনা দেয়া হয়৷
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব-উল-আলম জানান, মানববন্ধন শেষে কয়েক মিনিটের জন্য ছাত্র-ছাত্রীরা অবরোধ করেছিল৷ পরে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়া হয়৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই