বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিরাজগঞ্জে পানিবন্দী হাজারো মানুষ
সিরাজগঞ্জে পানিবন্দী হাজারো মানুষ
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৬শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মিঃ) উজান থেকে পাহাড়ি ঢল ও ভারী বর্ষন যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ জেলার চরাঞ্চলের ২৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে ৷ পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ৷ এর মধ্যে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ২৫টি গ্রামই বন্যায় নিমজ্জিত হয়ে মানুষগুলো দুর্বিসহ অবস্থায় পড়েছে৷ অপরদিকে, পানি বাড়ার সাথে সাথে চৌহালীর এনায়েতপুরে ভাঙ্গন শুরু হয়েছে৷
সরেজমিনে দেখা যায়, জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ২৪টি ইউনিয়ন মধ্য যমুনায় চরাঞ্চলে অবস্থিত ৷ পানি বাড়ার সাথে এসব অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে৷ ফসলী জমি পানিতে তলিয়ে গেছে৷ চরাঞ্চলের রাস্তাঘট তলিয়ে গেছে৷ বসতবাড়ী ও বাড়ীর চারপাশে পানি ওঠায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে৷ দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট৷ অধিকাংশ স্কুলগুলোতে পানি ওঠায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বিঘ্ন ঘটছে৷ কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াতে কষ্ট হয়ে পড়েছে৷ বৃষ্টিতে ভিজে বাড়ী বাড়ী থেকে নৌকা যোগে ছাত্র-ছাত্রীরা এক পাড়া থেকে অন্যপাড়ায় যেতে হচ্ছে৷
সয়াশেখা স্কুলের ৫ম শ্রেনীর সুমন জানায়, বড় কয়ড়া থেকে সয়াশেখা নৌকাযোগে স্কুলে আসতে হয়েছে৷ অনেক সময় বৃষ্টি নামলে বই খাতা ভিজে যায়৷ তারপরেও কষ্ট করে স্কুল এসেছি৷ এছাড়াও পানি বাড়ার সাথে সাথে চৌহালীর উপজেলার এনায়েতপুরে নদীর তীরবর্তী বামন গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে৷ গত কয়েকদিনের প্রায় শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে৷
কাওয়াকোলা ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ৭নং ওয়ার্ডে বর্নি, বড় কয়ড়া ও ছোট কয়ড়া তিনটি গ্রামই বন্যা কবলিত হয়ে পড়েছে৷ এক বাড়ী থেকে অন্য বাড়ীতে যাতায়াত অসাধ্য হয়ে পড়েছে৷ দরিদ্র এসব মানুষের নৌকাও নেই৷ এঅবস্থায় মানুষগুলো দুর্বিসহভাবে জীবনযাপন করছে৷
কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান টি.এম. শাহাদত হোসেন বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামই বন্যায় নিমজ্জিত হয়ে পড়েছে৷ নৌকা ছাড়া কেউ ঘর হতে বের হতে পারে না৷ সকল রাসত্মাঘাট-ফসলী জমি পানিতে তলিয়ে গেছে৷ কৃষকরা চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে৷ দিনমজুর মানুষগুলোর চরম দুরাবস্থার সৃষ্টি হয়েছে৷ এখনও সরকারী সহায়তা পাওয়া যায়নি৷ উপজেলা পরিষদের নির্দেশনা অনুযায়ী তালিকা তৈরীর কাজ চলছে৷
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার সকাল থেকে কাওয়াকোলা ইউনিয়ন পরিদর্শন করা হয়েছে৷ এতে এ ইউপির ৮০ভাগ মানুষ পানি বন্দী রয়েছে৷ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ ইউপি চেয়ারম্যানকে তালিকা তৈরীর নির্দেশ দেয়া হয়েছে৷ তালিকা জমা দেবার পরই সরকারী সহায়তা প্রদান করা হবে৷
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম জানান, গত ১২ ঘন্টায় ৫ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে ১২.৯৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ এখনও বিপদসীমার ৪১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান