বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ভারত থেকে আসা হাতিটি এখন দুর্গম অঞ্চল ছিন্নার চরে
ভারত থেকে আসা হাতিটি এখন দুর্গম অঞ্চল ছিন্নার চরে

সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মিঃ) ভারতের আসাম রাজ্যের শিশুমারা পাহাড়ী এলাকা থেকে আসা বন্য হাতিটি এখন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল মনসুরনগর ইউনিয়নের ছিন্নার চর ঘুরে বেড়াচ্ছে৷ বগুড়া ও জামালপুর সীমান্ত হয়ে ২০ জুলাই বুধবার বিকেলে ভেসে এসে কাজিপুর উপজেলার ছিন্নার চরের একটি পাট ক্ষেতে অবস্থান নেয়৷ ২১ জুলাই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাতিটি ছিন্নার চরেই ঘোরাফেরা করছিল৷ এদিকে, হাতিটিকে এক নজর দেখার জন্য চরাঞ্চলে শত শত নারী-পুরুষ শিশু ভিড় করছে৷ মাঝে মাঝে হাতিটি স্থান বদলের চেষ্টা করলেও উপস্থিত শত শত মানুষের চিত্কার আর নানা শব্দে তা কিছুটা কোনঠাসা হয়ে পড়ছে৷ তবে সকালের দিকে হাতিটি পুরো এলাকা জুড়ে ঘুরে বেড়িয়েছে৷ চরাঞ্চলের বন-কলা গাছ ও জমিতে লাগানো আউশ ধান সহ নানা খাবারও খাচ্ছে৷ অন্যদিকে, হাতিটি আক্রমনে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷ ফসলী জমি নষ্ট করায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে৷
রাজশাহী বিভাাগের বন্য পশু কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, হাতিটি দুর্গম চরে আটকা পড়েছে৷ ৫ টনের অধিক ওজনের হাতিটিকে সরাতে যোগাযোগ ভাল ব্যবস্থা নেই৷ এতো ওজনের হাতিকে নৌকা দিয়েও স্থানান্তর করা সম্ভব নয়৷ তাড়াছা হাতিটিকে অজ্ঞান করা হলেও এক থেকে দেড় ঘন্টার মধ্যে আবারো জ্ঞান ফিরে আসবে৷ এত কম সময়ে হাতিটি সরানো সম্ভব নয়৷ দিনে একবারের বেশি অজ্ঞান করা হলে এটি মারা যাবে৷ তবে বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকসহ তাদের বনবিভাগকে জানানো হয়েছে৷ তারা বাংলাদেশ সরকারের কাছে আসার জন্য আবেদন করেছে৷ এ বিষয়ে সিদ্ধান্ত হলেই খুবশীঘ্রই তারা বাংলাদেশে এসে হাতিটি নিয়ে যাবেন৷ সে সময় পর্যনত্ম হাতিটিকে সঠিক উপায়ে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর কুমার কুন্ডু জানান, হাতিটিকে কেউ যেন বিরক্ত না করে এবং হাতিটি যেন কোন মানুষের ক্ষতি করতে না পারে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান