শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » ঢাকা » লায়ন গনি মিয়া বাবুল মানবাধিকার শান্তি পদকে ভূষিত
লায়ন গনি মিয়া বাবুল মানবাধিকার শান্তি পদকে ভূষিত
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ‘মানবাধিকার শান্তি পদক- ২০১৬’ এ ভূষিত হয়েছেন৷
২১ জুলাই ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে তাকে উক্ত পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো. জয়নুল আবেদীন৷
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জননন্দিত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান এড. মো. সাইদুল হক সাঈদ ও অধ্যাপক নুরজাহান বেগম৷
জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল খায়ের মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, লায়ন মো. গনি মিয়া বাবুল তাঁর জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, শিশু গণশিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন৷ তিনি শ্রীপুরের টেপিরবাড়ী দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন৷
এছাড়াও তিনি টেপিরবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দীর্ঘ ২১ বছর যাবত প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন৷ স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসা, শিশু গণশিক্ষা কেন্দ্র, গণপাঠাগার ও ইসমাইল হোসেন ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন৷