শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্য হাতিটি উদ্ধারে কাজিপুরের চরাঞ্চলে বন কর্মকর্তারা
বন্য হাতিটি উদ্ধারে কাজিপুরের চরাঞ্চলে বন কর্মকর্তারা
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩৭মিঃ) বন্যার পানিতে ভারত থেকে ভেসে আসা সেই বন্য হাতিটি উদ্ধারে ঢাকার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে পৌছেছেন৷
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের চরছিন্না এলাকায় পৌছেছে চার সদস্যের এই প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকার বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক৷
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বন বিভাগের প্রতিনিধি দল ট্র্যাংকুলাইজারসহ বন্যপ্রাণী উদ্ধারের যন্ত্রপাতি নিয়ে কাজিপুরে আসেন৷ শুক্রবার সকালেই ছিন্নার চর এলাকায় যেখানে হাতিটি অবস্থান করছে সেখানে পৌছেছেন৷ তাদের সাথে সিরাজগঞ্জের ফরেস্ট অফিসার নুরুল ইসলামও রয়েছেন৷ অপরদিকে ডিএফও (পাবনা) মো. আলাউদ্দিন ঘটনাস্থলে যাচ্ছেন৷
ঢাকার বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে জানান, আমরা এখন সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছি৷ অজ্ঞান করার জন্য ট্যাংকুলাইজার মেশিন আনা হয়েছে৷ দুর্গম চরাঞ্চলে হাতিটি অবস্থান করায় অজ্ঞান করার পর এটিকে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই৷ তবে নদীর কাছাকাছি নিয়ে যেতে পারলে জাহাজে করে বহন করা সম্ভব হবে৷
তিনি আরও জানান, ভারতীয় বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে৷ যথাসময়ে ঘটনাস্থলে পৌছলে হাতিটি তাদের কাছেই হস্তান্তর করা হবে৷ অন্যত্থা এটি উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ তবে কত সময়ের মধ্যে এটি উদ্ধার করা সম্ভব তা নির্দিষ্ট করে জানাতে পারেন নি বন বিভাগের এ কর্মকর্তা৷
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম জানান, হাতিটির জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে৷ বন কর্মকর্তারা অবস্থা বুঝে হাতিটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন৷ এছাড়া হাতি টিকে কেও যাতে বিরক্ত না করে সাধরন মানুষকে সচেতন করার সে ব্যবস্থাও নেয়া হয়েছে৷
গত ২৬ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ভেসে আসে ভারতীয় হাতিটি৷ পরে গত রৌমারী হয়ে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও জামালপুরের মাদারগঞ্জ এলাকা হয়ে মঙ্গলবার সিরাজগঞ্জের মনসুরনগর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল চরছিন্না এলাকায় এসে অবস্থান নেয়৷





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ