বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিরাজগঞ্জে বন্যার অবনতি: লক্ষাধিক মানুষ পানিবন্দী
সিরাজগঞ্জে বন্যার অবনতি: লক্ষাধিক মানুষ পানিবন্দী

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মিঃ) পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরস্থিতির আরো অবনতি হয়েছে৷ গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ পানির বৃদ্ধির ফলে প্রতি দিনই সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নিমাঞ্চলের প্লাবিত হচ্ছে৷ বন্যায় জেলার ৫টি উপজেলার ২৭টি ইউনিয়নের লৰাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে৷ ফসলী জমি পানিতে তলিয়ে গেছে৷ চরাঞ্চলের রাসত্মাঘাট-বাজার তলিয়ে গেছে৷ বসতবাড়ীতের পানি ওঠায় অনেকেই ওয়াপদা বাঁধে আশ্রয নিয়েছে৷ দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট৷ অধিকাংশ স্কুলগুলোতে পানি ওঠায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বিঘ্ন ঘটছে৷ অন্যদিকে, এনায়েতপুর ও চৌহালীতে ভাঙ্গন শুরম্ন হয়েছে৷ গত কয়েকদিনে প্রায় অর্ধশতাধিক বসতভিটা বিলীন হয়ে গেছে৷ অন্যদিকে, পানিবন্দী মানুষগুলোর কাজকর্ম না থাকায় অর্ধাহারে অনাহারে দিনযাপন করছে৷ অধিকাংশ স্থানে এখনও ত্রাণ পৌছেনি৷
কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান টি.এম. শাহাদত হোসেন বলেন, তিনহাজার পরিবার পানিবন্দী রয়েছে৷ সরকারের পক্ষ থেকে মাত্র আড়াইশত পরিবারের মাঝে মাত্র ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে৷
সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং জানান, যতটুকু বরাদ্দ পাওয়া গেছে তা বিতরণ করা হচ্ছে৷ পর্যায়ে সব পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান