রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সিরাজগঞ্জে বন্যায় দুর্ভোগ চরমে
সিরাজগঞ্জে বন্যায় দুর্ভোগ চরমে
সিরাজগঞ্জ প্রতিনিধি :: যমুনার নদীর পানি সিরাজগঞ্জে পয়েন্টে বিপদসীমার ৮৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ জেলার ৫টি উপজেলার ৩৮টি ইউনিয়নের কয়েক লৰাধিক মানুষ পানিবন্দী হয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে৷ বসতবাড়ী প্লাবিত হওয়ায় দুর্বিসহ জীবন কাটছে বানভাসীদের৷ চুলো জ্বলছে না অনেক বানভাসীর পরিবারে৷ খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন৷ শুকনো খাবার ও বিশদ্ধ পানির সংকট দেখা দিয়েছে৷ উচু জায়গা না থাকায় নৌকায় খোলা আকাশের নীচে কাটছে অনেকের সংসার৷ গবাদি পশুর সাথে এক ঘরে রাত কাটাতে হচ্ছে তাদের৷ দুর্গম অঞ্চলগুলোতে এখনো পৌছেনি সরকারী ত্রাণ সহায়তা৷ যা দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনা অপ্রতুল৷ শরীরে ঘা-চুলকানিসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রানত্ম হচ্ছে বানভাসী মানুষগুলো৷ কাজিপুরের নতুন খাসরাজবাড়ী গ্রামটি প্রায় ১৫দিন যাবত পানির নীচে তলিয়ে গেলেও এখানে কোন সরকারী সহায়তা পৌছেনি৷ এ গ্রামের কিছু কিছু মানুষ নৌকা খোলা আকাশের নীচে দিনযাপন করছে৷
নতুন মাইজবাড়ীর চরে আধো ডুবো একটি ছোট্ট ওয়াপদার বাঁধের পাশে বেঁধে রাখা নৌকার উপর থেকে চেচিয়ে চেচিয়ে জ্যোতি চাকলাদার বলেন, আইজ ৮ দিন ধইর্যা নায়ের উপর আছি৷ নায়েই রান্দা, নায়েই খাওয়া, আবার নায়েই শোয়া, এভাবেই চইলত্যাছে আমগোরে জীবন৷ বানের পানিতে বাড়ি-ঘর ডুইবা গেছে, আশ্রয় কেন্দ্রেও থাকার জায়গা পাই নাই, কোনঠে যামু ? তাই প্রতিদিন ৭ থেকে ৮শ টাকার করে নৌকা ভাড়া নিয়া এহেনেই বউ ছওয়ালপাল নিয়া কুনমতে বাইচা আছি৷
নৌকায় আশ্রয় নেয়া রম্নস্তুম খা, আব্দুস সালাম, বাবলু, সাঈদ, ইসমাইল ও আলমানি আকন্দ জানান, ৮/৯ দিন ধরে যমুনার পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন মাইজবাড়ী, খাসরাজবাড়ী, চর বুরম্নঙ্গী, উজান মেওয়াখোলা, ভাটি মেওয়াখোলা, মাইজবাড়ী, ঢেকুরিয়াসহ চরাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম পুরোপুরি পস্নাবিত হয়েছে৷ প্রথম ঘরে বাঁশের মাচা তৈরী করে থাকার চেষ্টা করি৷ কিন্তু ধীরে ধীরে বাঁশের মাচাও ডুবে যায়৷
গ্রামের রাশিদা খাতুন জানান, রান্না করার জায়গা নেই৷ দিনে একবার পাক করা হয়৷ আর বাকী সময় না খেয়েই থাকতে হয়৷ জায়গা না থাকায় গরম্ন ছাগলের সাথে এক ঘরেই রাত কাটাতে হয়৷
হযরত আলী জানান, কারও দুদিন, কারও একদিনের খাবার আছে৷ অনেকের খাবার সংকটের কারণে অন্যের কাছে ধার করতে হচ্ছে৷ এত কষ্ট স্বত্বেও এইসব অঞ্চলে এখনও সরকারী-বেসরকারী কোন ত্রাণ পৌছেনি বলে জানান নৌকার উপর আশ্রয় নেয়া বানভাসী মানুষেরা৷
নতুন মাইজবাড়ী এলাকার সংরক্ষিত নারী ইউপি সদস্য লতা খাতুন জানান, অন্যান্য এলাকায় ত্রাণ দিলেও এ অঞ্চলে এখনো কিছুই দেয়া হয়নি৷ আমরা চাহিদা দিয়েছি৷ আশা করছি দু-একদিনের মধ্যে ত্রাণ সহায়তা চলে আসবে৷
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়ালী উদ্দিন জানান, এ পর্যন্ত ১৩ লক্ষ টাকা ও ৩৭০ মে.টন চাল বিতরণ ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে৷ পর্যায়ক্রমে সকলকে ত্রাণের আওতায় নানা হবে৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা