রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরল শ্রীধাম
মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরল শ্রীধাম

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৭মিঃ) মাছ ধরে জীবিকা নির্বাহ করেন শ্রীধাম৷ তাই জীবন ও জীবিকার তাগিদে টাঙ্গাইল থেকে গাজীপুরের কালীগঞ্জে এসেছেন মাছ ধরতে৷ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরল শ্রীধাম চন্দ্র দাস (৩৫)৷
৩১ জুলাই রবিবার দুপুরে শ্রীধামের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ৷
নিহত শ্রীধাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাগরিয়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র দাসের ছেলে৷
নিহতের ভগ্নিপতি অনিল চন্দ্র দাস জানান, বর্ষাকাল থাকায় টাঙ্গাইল থেকে ১০-১২ জনের একটি জেলের দল কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গারালিয়া বিলে মাছ ধরতে আসে৷ তারা বেশ কিছুদিন যাবত্ ওই এলাকায় অবস্থান করে মাছ ধরছিল৷
রবিবার সকালে মাছ ধরা অবস্থায় নৌকা থেকে শ্রীধাম পড়ে যায়৷ পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মফিজুর রহমান জানান, শ্রীধামের মৃত্যুর খবর পেয়ে টাঙ্গাইল থেকে তার আত্মীয়-স্বজন ছুটে আসেন৷ তারা শ্রীধামের মৃত্যুকে রহস্যজনক মনে করে থানা পুলিশকে অবহিত করেন৷ পরে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷
তিনি আরো জানান, এ ব্যাপারে নিহতের বড়ভাই ভবেশ চন্দ্র দাস বাদী হয়ে দুপুরে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা (নং ১৭) করেছেন৷





ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’