বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » জেনে রাখুন রিও অলিম্পিক মেডেলের দাম
জেনে রাখুন রিও অলিম্পিক মেডেলের দাম

ক্রীড়া ডেস্ক :: দু’দিন পরই ব্রাজিলে বসছে বিশ্বের সবচেয়ে বড় আসর। অলিম্পিক ২০১৬। মেডেলের জন্য সেখানে প্রতিদিন চলবে রুদ্ধশ্বাস লড়াই। শেষ রাতে যিনি বাজিমাত করবেন তাঁরই গলায় থাকবে এই মেডেল। কারো সোনার, কারোর রূপা, কারোর বা ব্রোঞ্জ। জানেন কি এই মেডেলের মূল্য কত? যদিও যে কোনো মেডেল অমূল্য। কিন্তু আম জনতার কাছে কৌতূহল সব সময় থাকেই সবচেয়ে মর্যাদাপূর্ণ এই মেডেলকে নিয়ে। জেনে অলিম্পিক মেডেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
* ২০১৬-র অলিম্পিকে তিন ধরনের (সোনা, রূপো, ব্রোঞ্জ) মেডেল রয়েছে, প্রতিটির ওজন প্রায় ৫০০ গ্রাম।
* গত লন্ডন অলিম্পিক থেকে এ বারের অলিম্পিকের পদক একটু ভারী, তবে সাইজে সমান।
* এবারে সোনার পদকে সোনা রয়েছে ৬ গ্রাম। রূপা রয়েছে ৪৯৪ গ্রাম।
* সোনার পদকের মূল্য কত? (৪৯৪গ্রাম x ০.৬৩ ডলার প্রতি গ্রাম) + (৬ গ্রাম x ৪২.৪০ ডলার প্রতি গ্রাম)= ৩১১.২২ ডলার + ২৫৪.৪০ ডলার = ৫৬৫.৬২ ডলার ( বাংলাদেশী মুদ্রায় যার দাম ৪৫ হাজার ২৫০ টাকা)
* ৫০০ গ্রাম ওজনের হয়ে থাকে রূপোর পদক। যার মূল্য (৫০০ গ্রাম x ০.৬৩ ডলার প্রতি গ্রাম) = ৩১৫ ডলার (২১ হাজার টাকা)।
* ব্রোঞ্জ মডেলে ৯৭ শতাংশ কপার, ২.৫ শতাংশ জিঙ্ক ও ০.৫ শতাংশ টিন রয়েছে। এই মেডেলের বাজার মূল্য প্রায় ৪০০ টাকা।
* এবারে অলিম্পিকে প্রতিযোগীদের জন্য ৮১২টি স্বর্ণ পদক রয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৮৩ লক্ষ ৭২ হাজার টাকা।
২০১৬ অলিম্পিকে ১০০ জনের একটি দলকে নিয়োগ করা হয়েছিল ৫ হাজার মেডেল তৈরি করতে।





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস