সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জ ডিগ্রী কলেজকে সরকারীকরণের ঘোষনায় সর্বত্র উল্লাস
নবীগঞ্জ ডিগ্রী কলেজকে সরকারীকরণের ঘোষনায় সর্বত্র উল্লাস

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় ডিগ্রী কলেজকে সরকারীকরণের ঘোষনায় নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে ৷ পাশাপাশি উক্ত কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক মন্ডলী, গভঃবডি, শিক্ষার্থীরাসহ এলাকাবাসী৷ সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নবীগঞ্জের ঐতিহ্যবাহী এ বিদ্যাপিট ১৯৮৪ সালে বন্যা আশ্রয় কেন্দ্রে চালু হয়েছিল৷ রাজনীতি মুক্ত গুটিকয়েকজন ছাত্র/ছাত্রী নিয়ে শুধুমাত্র মানবিক ও বাণিজ্য বিভাগ দিয়ে কলেজটি চালু হয়৷ দীর্ঘ প্রায় ১০ বছর পরে ১৯৯৪ সালে জন্তরী গ্রামের জমিদার বাড়িসহ কয়েকজন শিক্ষা অনুরাগীর দানকৃত ভুমিতে নবীগঞ্জ কাজিরবাজার সড়কস্থ জন্তরী গ্রামের সনি্নকটে কলেজটি স্থানান্তরিত হয়৷ বর্তমানে অর্নাসসহ সকল বিভাগে প্রায় ৩ হাজার ছাত্র ছাত্রী রয়েছেন ওই কলেজে৷ ঐতিহ্যবাহী উক্ত কলেজটিকে জাতীয়করণের দাবী উঠেছিল কয়েক বছর আগ থেকেই৷ এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিব চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, শিক্ষকমন্ডলীসহ সরকারী দলের অনেক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় সরকার গত শনিবার নবীগঞ্জ কলেজটি জাতীয়করণের ঘোষনা দেন ৷ এ খবর পেয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল মহলে আনন্দ উল্লাস দেখা দিয়েছে ৷ অনেকেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ শিক্ষকমন্ডলী ও গভঃবডির সদস্যবৃন্দ এ কলেজকে জাতীয়করণের ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিব চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ মো. আলমগীর চৌধুরী, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন৷এ ব্যাপারে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, নবীগঞ্জ কলেজ সরকারীকরণ নির্বাচনী প্রতিশ্র”তি ছিল৷ আজ তা বাস্তবায়িত হওয়ায় আল্লাহর কাছে লাখ শোকরিয়া আদায় করছি৷ সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নবীগঞ্জ-বাহুবলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই৷ এখন এই কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজ৷ নিজস্ব জায়গায় সুপ্রতিষ্টিত হয়েছে৷ অবশেষে সরকারীকরণ হল প্রিয় কলেজটি ৷ প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই৷এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন, সারাদেশের উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ জাতীয়করণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে সম্ভব হয়েছে৷ শুধু নবীগঞ্জ কলেজ নয়, এর আগে শত বছরের ঐতিহ্যবাহী নবীগঞ্জ জে কে মডেল হাইস্কুলটিকেও সরকারীকরণ করা হয়েছে৷ এই সরকারের প্রতি নবীগঞ্জবাসী চিরকৃতজ্ঞ৷ এডঃ আলমগীর চৌধুরী সরকারের অসামন্য অবদানের জন্য নবীগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান৷





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ