মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে হত্যার হুমকির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে হত্যার হুমকির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেনের বিরুদ্ধে মোবাইলে হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল রিপন৷ ৩০ আগষ্ট মঙ্গলবার দুপুরে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল রিপন অভিযোগ করে বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে অদ্যাবধি স্থানীয় সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন বিভিন্ন উন্নয়নমুলক কাজে বাঁধা প্রদান করছেন৷ শুধু তাই নয়, জামায়াত-বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদ সদস্য লক্ষাধিক টাকার বিনিময়ে সুরপাই দিঘী লিজ জামায়াত বিএনপিকে প্রদান করেছেন৷ বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় ২৯ আগষ্ট সোমবার রাত ৯টার দিকে সংসদ সদস্য ম.ম. আমজাদ হোসন মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেয়৷ সংসদ সদস্য আমাকে হুমকি দিয়ে বলেন, আমি এমপি, আর তুমি চেয়ারম্যান৷ তুমি কিভাবে চেয়ারম্যানগিরি করো তা আমি তোমাকে দেখে নিবো৷
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগী সংগঠন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন৷
তবে এ বিষয়ে আমজাদ হোসেন মিলনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ সম্মেলনের বিষয়টিকে দুঃখজন উল্লেখ করে বলেন, সে আমার ছেলে সমতুল্য৷ আমি তাকে কেন হুমকি দিবো? তিনি আরো জানান, বৈধ লিজ দেয়া পুকুরে সুফলভোগীরা মাছ ধরতে গেলে সে বাঁধা দেয় এবং মারপিট করে৷ পরে মোবাইলে বিষয়টি তাকে বলায় সে বলে ওই পুকুরের আমার ১০জন লোককে অংশীদারিত্ব দিতে হবে৷ নইলে পুকুরে কেউ মাছ ধরতে পারবে না৷ তখন আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের এখতিয়ার বলে জানাই৷ সে কোন কথা না শুনে উল্টো উত্তেজিত হয়ে পড়ে৷ তখন আমি বলেছি তুমি যা পারো করো৷ শুধু এতোটুকুই কথা হয়েছে৷





রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী