সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন , রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের অভিনন্দন
লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন , রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের অভিনন্দন
![]()
ষ্টাফ রিপোর্টার :: লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাব গঠন হয়েছে ৷ ১৬ অক্টোবর শুক্রবার বেলা ১০টায় আলীকদম প্রেসক্লাবে এই উপলক্ষে বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয় ৷ এসময় উপস্থিত সাংবাদিকদের মতামতে আলীকদমে কর্মরত সাংবাদিক হাসান মাহমদুকে আহবায়ক ও লামায় কর্মরত সাংবাদিক রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ৷ অহবায়ক কমিটি অন্যান্যরা হলেন, নুরুল কবির আরমান, এসকে খগেশ প্রতি চন্দ্র খোকন ও দীপু তঞ্চঙ্গ্যা ৷
আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, লামা ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ শামছুদোহা, আলীকদম উপজেলা দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি হাসান মাহমুদ, সাংবাদিক আবুল কাসেম, শাহাব উদ্দিন, দীপু তংচংগ্যা, সোনিয়া ত্রিপুরা সহ প্রমূখ ৷
সভায় লামা ও আলীকদমের নবীন ও প্রবীন সকল সাংবাদিকদের সমন্ময়ে আগামী এক মাসের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার জন্য সকলে একমত হন ৷ সভায় সভ্যগন বলে বান্দরবান জেলার এই দুটি উপজেলার সাংবাদিকরা এক সাথে কাজ করলে এলাকার অনেক সমস্য অতিসহযে দুর করা সম্ভব হবে ৷ এছাড়াও লামা-আলীকদম অনলাইন প্রেসক্লাব দুই উপজেলার সাংবাদিকদের মধ্যে নতুন সেতু বন্ধনের কাজ করবে বলেও সভ্যগন মনে করেন ৷
এদিকে লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাবে সাংবাদিক হাসান মাহমদুকে আহবায়ক ও সাংবাদিক রফিকুল ইসলামকে সদস্য সচিব করায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন চৌধৃরী আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন। তাদের নেতৃত্বে লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাব পূর্নাঙ্গতা পাবে বলে আশা প্রকাশ করেন।
আপলোড : ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪৩ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর