শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে গভীর রাতে ঘুমন্ত যুবকের প্রাণ নাশের চেষ্টা
নবীগঞ্জে গভীর রাতে ঘুমন্ত যুবকের প্রাণ নাশের চেষ্টা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৩.৩৫মি.) নবীগঞ্জ শহরতলীর পূর্বতিমিরপুর গ্রামে গভীর রাতে বসত ঘরে ঘুমন্তবস্থায় যুবকের প্রাণনাশের চেষ্টার খবর পাওয়া গেছে৷ স্থানীয় জনতা পশ্চিম তিমিরপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে জীবন মিয়াকে আটক করে নবীগঞ্জ পুলিশে খবর দেয়৷ নবীগঞ্জ থানার এস আই রাসেল তাকে গ্রেফতার করে থানা হাজতে আটক করেছে৷
জানা যায়, গতকাল ৩০সেপ্টেম্বর রাত অনুমান ৩টায় পৃর্ব শত্রুতার জের ধরে পৌরসভার পূর্বতিমিরপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে সাকিন আহমদের ঘরে ২/৩ জনের একদল দূর্বৃত্ত নির্মানাধীন ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে৷ ঘরে ঢুকে জীবন মিয়া গৃহকর্তার ছেলে সাকিন আহমদকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা স্কু ডাইভার দিয়ে আঘাত করে৷ সাকিন আহমদ দূর্বৃত্ত জীবন মিয়াকে কে ঝাপটে ধরলে সেলিম মিয়া,বাচ্চু মিয়া জীবনকে ছাড়াতে সাকিন মিয়াকে মারধোর শুরু করে৷ সাকিন আহমদ জীবন মিয়াকে ঝাপটে ধরে পুকুরের পানিতে পড়ে যায়৷ সাকিন আহমদের শোর চিত্কারে আশপাশের লোকজন জড়ো হলে সেলিম ও বাচ্চু নামের ২ জন পালিয়ে যায়৷ আটককৃত জীবন স্থানীয় জনতার উপস্থিতিতে(যা মোবাইল রেকর্ডে ধারণকৃত) জানায়, সেলিম মিয়া,বাচ্চু তাকে ভাড়ায় আনে৷ ঘরে ঢুকে জীবন সাকিন আহমদ দেখে সেলিমকে জানায় সাকিন আহমদ তার পরিচিত তাকে খুন করতে পারবে না৷ তখন সেলিম জীবনকে বলে স্কু ডাইভার দিয়ে সাকিনকে ঘাই মেরে মোবাইলটি নিয়ে আসো৷ তোমাকে ৫ হাজার টাকা দেবো৷ কথামতো মোবাইলটি জীবন মিয়া সেলিম মিয়ার কাছে মোবাইল দেয়৷ সাকিন আহমদ জানায়, প্রতিবেশী জামির হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতো৷ জামিরের স্ত্রী মারপিট খেয়ে আমার বাড়ীতে আশ্রয় নিলে তার পিত্রালয়ের লোকজন তাকে নিয়ে যায়৷ এনিয়ে জামির হোসেন ও তার ভাই সেলিম মিয়া আমাকে দেখে নেয়ার হুমকি দেয়৷ সাকিন আহমদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪