শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » বিএনপিকে দিয়ে দেশের কোন উন্নয়ন হবে না : সেতু মন্ত্রী
বিএনপিকে দিয়ে দেশের কোন উন্নয়ন হবে না : সেতু মন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি ::(১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৩.২৭মি.) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে দিয়ে দেশের কোন উন্নয়ন হবে না৷ বিএনপির রাজনীতি এখন চোরা বালিতে আটকে গেছে৷ তাদের রাজনীতি এখন তিন চাকার উপর নির্ভরশীল৷ তারা আন্দোলনের নামে সরকারকে বার বার হুমকি দিচ্ছে৷ কিন্তু মরা গাঙ্গে আর জোয়ার আসেনা৷ তারা নির্বাচনে না গিয়ে ভুল করেছে তাই এখন তারা আবোল তাবোল প্রলাপ বকছে৷ বিএনপির রাজনীতি এখন ড্রইং রম্নমের ফুলের তোড়া হয়ে আছে৷
তিনি ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পিতা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
মন্ত্রী আরো বলেন, ময়েজউদ্দিন নিঃসন্দেহে একজন সত্ সাহসী ব্যক্তি ছিলেন৷ ময়েজউদ্দিনের কৃতিত্ব সম্মানে আজকের এই স্মরণসভা৷ ৪১ বছরে বিচক্ষণ নেতা, সফল উন্নয়ন অর্জনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আখতারউজ্জামান, সায়মন সরোয়ার কমল এমপি, কামরুল আশরাফ পোটন এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমতউল্লাহ খান৷
সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমূখ৷





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন