রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
সিলেটে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
সিলেট জেলা প্রতিনিধি :সিলেটে কুলাউড়ায় ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১ অক্টোবর শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার পৃথিপাশা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের ৬ সদস্য রাত সাড়ে ১০টায় উপজেলার পৃথিপাশা ইউনিয়নের উত্তর বাজারে বাবুল আহমদের দোকানে ইয়াবা বিক্রির জন্য জড়ো হয়েছিলো। এমন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এস আই নুর হোসেন ও এ এস আই মহিন উদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্য খালেদ আহমদ ও বাবুল আহমদকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসার সাথে জাড়িত অন্য চার সদস্য পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করে।
উপজেলার মনসুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র খালেদ ও পৃথি পাশা ইউনিয়নের সুলাতানপুর গ্রামের সোয়াব উল্লাহ’র পুত্র বাবুল দির্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, আটক দুই যুবকসহ সিন্ডিকেটের অন্য সদস্য পৃথিপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আকলুম মিয়া’র পুত্র মতলিব মিয়া, শেখ জালাল উদ্দিনের পুত্র সোহেল আহমদ (২৭), আকিল উদ্দিনের পুত্র নুর মিয়া (৩৫) ও একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আফতাব উদ্দিনের পুত্র জাহেদ মিয়ার (২২) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনসহ ৯ জনের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। কুলাউড়া থানার এস আই নুর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ চক্রটি দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং অন্য আপরাধিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪