বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর সাজেদুল মন্ডল (২৮) নামে এক যুবকের উদ্ধার উদ্ধার করেছে পুলিশ৷
৫ অক্টোবর বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার রেললাইনের পাশে একটি পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়৷ এসময় লাশের পাশ থেকে সুজন মিয়া নামে এক রিকশা চালককে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
নিহত সাজেদুল মন্ডল দিনাজপুরের পারকপুর থানার জোড়াল এলাকার বাবুল মন্ডলের ছেলে৷ তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় তমছের আলীর বাড়িতে সপরিবারে ভাড়া থেকে বাবার সঙ্গে স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে কয়েকজন যুবক টেইলার্স থেকে তাকে ডেকে নিয়ে যায়৷ এরপর তিনি আর বাসায় ফেরেননি৷ বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রেললাইনের পাশে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা৷ পরে খবর পেয়ে নিহতের বাবা বাবলু মন্ডল ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন৷
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজেদুল মন্ডলকে পূর্ব শত্রুতার জের ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে৷ তার গলায় ও বুকে আঘাতে চিহ্ন রয়েছে৷





ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার