সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জঙ্গি আস্তানার বাড়ির মালিকের স্ত্রী ও ভাই আটক
জঙ্গি আস্তানার বাড়ির মালিকের স্ত্রী ও ভাই আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেকের জঙ্গি আস্তানার বাড়ির মালিকের স্ত্রী ও ভাইকে আটক করেছে পুলিশ৷ ৯ অক্টোবর রবিবার রাতে জয়দেবপুর ও কালীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে৷
শনিবার সকালে পাতারটেকের বাড়িটিতে অভিযানের পর তারা কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন৷ সেখান থেকেই তাদের আটক করা হয়৷
১০ অক্টোবর সোমবার সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান৷
আটকরা হলেন- বাড়ির মালিক সৌদি প্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী সালমা বেগম (৩২) ও সোলায়মান সরকারের ছোট ভাই জাঙ্গালিয়া গ্রামের আবদুল মজিদ সরকারের ছেলে কালীগঞ্জ উপজেলার আজমতপুর স্কুল অ্যান্ড কলেজের ইসলামী শিক্ষার প্রভাষক মো. ওসমান গণি সরকার (৪৮)৷
পুলিশ সুপার জানান, অভিযানে ৭ জঙ্গি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আটকদের নাম নেই৷ ওই যুবকদের কীভাবে এবং কোনো পরিচয়ে ভাড়া দিয়েছিলেন এসব তথ্য জানতে ৫৪ ধারায় তাদের আটক করা হয়েছে৷ প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, ভোটার আইডি কার্ড নিয়ে ওই যুবকদের ভাড়া দিয়েছিলেন৷
কিন্তু বাড়ির মালিক পুলিশকে ভাড়াটেদের কোনো তথ্য থানায় জানাননি৷ যদিও বাড়ির মালিকদের তাদের ভাড়াটিয়াদের সম্পর্কে সকল তথ্য থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল৷ ভাড়াটিয়াদের তথ্য গোপন করে তারা বাড়ি ভাড়া দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়৷
লাশগুলো শহীদ তাজউদ্দীন মেডিকেলের মর্গে রাখা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে৷
উল্লেখ্য, ৮ অক্টোবর শনিবার গাজীপুরের হাড়িনালের লেবুবাগান ও নোয়াগাঁওয়ের পাতারটেকের দু’টি বাড়িতে অভিযান চালায় গাজীপুর জেলা পুলিশ, সোয়াত ও র্যাব৷ এ সময় পাতারটেকে ৭ এবং লেবুবাগানে ২ জঙ্গিসহ মোট ৯ জঙ্গি নিহত হয়৷
পাতারটেকে ৭ জঙ্গি নিহতের ঘটনায় জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বাদী হয়ে ৭ জঙ্গি ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ৯ অক্টোবর রবিবার দুপুরে থানায় মামলা করেন৷
অপরদিকে, হাড়িনালের লেবুবাগান এলাকায় র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়৷ এ ঘটনায় র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জয়নাল আবেদীন বাদী হয়ে রবিবার রাত সাড়ে ৯টায় জয়দেবপুর থানায় একটি মামলা করেন৷





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ