বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
কালীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩মি.) গাজীপুরের কালীগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যেতে চাওয়ায় ১৭ অক্টোবর সোমবার রাতে এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ নিহত গৃহবধূ হলেন উপজেলার জামালপুর সরকারবাড়ী এলাকার ফটিক সরকারের মেয়ে সুমি আক্তার (২৩)৷
পুলিশ ও নিহত গৃহবধূর স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার বড়নগর গ্রামের নুর হোসেনের ছেলে সৌদিপ্রবাসী মারুফ হোসেনের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর আগে সুমি আক্তারের বিয়ে হয়৷ কিছুদিনের মধ্যে সৌদি আরবে স্বামীর কাছে যাওয়ার কথা ছিল সুমির৷ এর প্রস্তুতিও প্রায় সম্পন্ন৷ বিয়ের পর থেকে যৌতুকের দাবিসহ নানা অজুহাতে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই সুমিকে নির্যাতন করতেন৷ তাঁকে বাবার বাড়িতেও যেতে দেওয়া হতো না৷
সোমবার ছিল সুমির বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী৷ সুমি ওই অনুষ্ঠানে যেতে চাইলেও শ্বশুর-শাশুড়ি তাঁকে যেতে দেননি৷ এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ এর জেরে সোমবার রাতে তাঁকে নির্যাতন করেন শ্বশুরবাড়ির লোকজন৷ পরে গুরুতর আহত অবস্থায় সুমিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন৷ খবর পেয়ে গভীর রাতে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, সুমির থুতনি ও কানের নিচে এবং গলা ও পিঠে কালচে দাগ রয়েছে৷ তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনার পর থেকে শ্বশুর-শাশুড়ি, ননদসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪