বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী ভোকেশনাল শিক্ষক সমিতির কমিটি গঠন
রাজশাহী ভোকেশনাল শিক্ষক সমিতির কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি :: (৪কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫২মি.) বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির রাজশাহী জেলা কমিটি কঠন করা হয়েছে৷ মারকুম হাসানকে সভাপতি ও দেলোওয়ার হোসেন দুলালকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক এ কমিটি গঠন করা হয়৷
১৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় প্রতিনিধি সভায় এ কমিটি গঠন করা হয়৷ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স, বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়৷
এতে রাজশাহীর বিভিন্ন উপজেলার ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন৷
নবগঠিক ওই কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক নাজমুল হক, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক নূর এ সায়েম, জনসংযোগ ও প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুজিত কুমার ম-ল৷
কর্মী সভা শেষে সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি গঠন করা হয়েছে৷
এছাড়া সভায় প্রতিটি উপজেলার ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুজন করে শিক্ষক জেলা কমিটিতে নেয়ার সীদ্ধান্ত হয়েছে৷ পরে ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা৷
এদিকে, আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি রাজশাহীর সভাপতি কবির উদ্দিন৷
বিশেষ অতিথি ছিলেন আইডিইবি রাজশাহীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম৷ বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সদস্য সচিব গোলাম সারওয়ার৷
সভায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন, নন এমপিও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষকদের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন