বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শীতলক্ষ্যা নদীতে ড্রেজার ডুবে ২জন বালু শ্রমিক নিখোঁজ
শীতলক্ষ্যা নদীতে ড্রেজার ডুবে ২জন বালু শ্রমিক নিখোঁজ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৩মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর বড়মা শীতলক্ষ্যা নদীতে ড্রেজার ডুবির ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় ড্রেজারে থাকা দুই বালু শ্রমিক নিখোঁজ রয়েছে৷
নিখোঁজ শ্রমিকরা হলেন, বাঘের হাট জেলার রুবেল মিয়া (৩০) ও বরিশাল জেলার সোহাগ মিয়া (৩২)৷
এসময় তাদের সাথে থাকা ৫জন শ্রমিক নিরাপদে তীরে আসতে সক্ষম হয়েছে৷ তীরে আসা শ্রমিকরা হলেন,আল-আমিন (২০),আলমগীর (২২),মিজানুর রহমান (২১),শহিদ মিয়া (৩০),আব্দছ সালাম (৩৩), তারা সবাই ওই ড্রেজারে বালু উত্তলনের কাজ করতেন৷
উদ্বার হওয়া শ্রমিক আলমগীর হোসেন জানান, ১৮ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে আমারা সবাই বালু উত্তলন শেষ করে ড্রেজারের মধ্যে ঘুমিয়ে পরি৷ হঠাত্ করে দেখি ড্রেজার নদীতে তলিয়ে যাচ্ছে,আমরা ৫ জন তারাহুরু করে ড্রেজার থেকে বের হয়ে সাতার কেটে তীরে আসতে পেরেছি৷ কিন্তু রুবেল আর সোহাগ ড্রেজারের ভিতরেই আটকা পরে যায়৷
ড্রেজার মালিক হাবিব জানান,তীরে উঠে আসা শ্রমিক আল-আমিন মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানায় আমাদের ড্রেজার পানির নিচে তলিয়ে গেছে,আমারা ৫জন তীরে আসতে পারলেও রুবেল আর সোহাগ ড্রেজারের ভিতরেই আটকা পরে রয়েছে৷
খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরী দল সন্ধা ৬ টার সময় ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শ্রমিকদের সন্ধান করতে পারেনি৷
ডুবুরী দলের লিডার মোহাম্মদ হোসেন জানান, ড্রেজারটি পানির নিচে আড়াআড়ি ভাবে পরে থাকার কারনে ডুবুরী দল ড্রেজারের কেভিনের ভিতরে প্রবেশ করতে পারেনি৷
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান জানান, নিখোঁজ শ্রমিকদের সন্ধানের জন্য প্রশাসনের তরফ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ